অনেক রিসার্চের পর আমি On Page SEO এর উপর একটি ভিডিও বানিয়েছি। মোটামোটি On Page SEO নিয়ে যা যা আছে যেগুলো এখন পর্যন্ত কাজ করে, সেই সব কিছু আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে ইনশাল্লাহ। আমি পুরো ভিডিওতে যা যা নিয়ে কথা বলেছি সেগুলো চেকলিস্ট আকারে দিবো, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এছাড়াও একদম শেষে আমি পুরো পোস্টটির সংক্ষিপ্ত একট চেকলিস্ট আপলোড করবো। আপনি সেটা চাইলেই ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবেন।
অন পেইজ এস ই ও এর যেসব ব্যাপার ২০২২ সালে এসে আপনার জানা প্রয়োজন, আমি সেগুলোকে ৩ টি ভাগে ভাগ করেছি।
১ম ভাগঃ যেগুলা আপনাকে অবশ্যই করতে হবে।
২য় ভাগঃ যেগুলা করা ভালো, না করলে অনেক বড় কোনো ক্ষতি হবে না।
৩য় ভাগঃ এডভান্সড সব টিপস, যেগুলো সবাই করতে পারবেন না। কিন্তু যারা করতে পারবেন অনেক বেনেফিট পাবেন।
সব কিছু বিস্তারিত বোঝার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগবেঃ
১ম ভাগঃ যা যা আপনাকে অবশ্যই করতে হবে
1. Keyword Intent
একটা কিওয়ার্ড এর সার্চ ইন্টেন্ট কি সেটা বোঝা। সার্চ ইন্টেন্ট হলো কেনো একজন ঐ কিওয়ার্ডটা লিখে সার্চ করেছে সেটা বুঝে ঐ অনুযায়ী আর্টিকেল লেখা।
- ‘how does a computer work’ – Informational Intent
- ‘Facebook’ – Navigational Intent
- ‘buy macbook pro’ – Transactional Intent
- ‘mailchimp vs convertkit’- Investigation Intent
2. Topical Relevance
- Google AutoSuggestion
- Google Related Search List
- Manually Checking Competition
3. Proper Usage Of Keyword
- Keyword In Title
- Keyword In any of the subheading (if it seems natural)
- Try to keep the keyword within the first 100 words naturally
4. Top-Notch Content
- Unique content
- Easy To Read
- Make Sure the content appears above the fold. Not a full-screen image.
- Write Catchy Headlines
5. Site Structure
- Page Speed needs to be good.
Topical Relevance বুঝতে হলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখা লাগবেঃ
২য় ভাগঃ যা যা করা ভালো
1. Use short URL
Put just the keyword in the url.
Ex: post title “Best Telescopes To See Moon In The Winter 2022”
Url: site.com/best-telescopes-to-see-moon
2. Use Image Alt Texts
3. Outbound Links
If seems natural, link to external sources that are of high-authority.
৩য় ভাগঃ Advanced On Page SEO Tips
-
Use Original Images
-
Properly do internal link
-
Write content that is optimized for featured snippet
-
Use Google Search Console to boost up ‘close ranking’ pages
-
Try to incorporate Infographic in the post