কেন পিন্টারেস্ট মার্কেটিং বর্তমানে এতো বেশি গুরুত্বপূর্ণ?

আপনারা যারা ব্লগিং করে থাকেন তারা জানেন এখন কত ভয়াবহ অবস্থা চলছে ব্লগিং এর!

গুগুল ২০২৩ এর সেপ্টেম্বরে একটা কোর আপডেট আনে তাদের সার্চ ইঞ্জিনে। এরপর থেকে ম্যাক্সিমাম ব্লগারের সাইটের র‍্যাংকিং হারায়ে যায়। আমার জানা অসংখ্য বিখ্যাত ব্লগারের সাইটারের ট্রাফিক ৮০-৯০% কমে গেছে।

ইনকাম এর কথা বাদই দিলাম।

আমি নিজেও এই আপডেটে আমার ব্লগের ম্যাক্সিমাম ট্রাফিক হারাই।

এখন কথা হচ্ছে, আমাদের কি করা উচিত?

ট্রাফিকের জন্য গুগুলের উপর আর ভরসা করা যাবে না। আমাদের অন্য ট্রাফিক সোর্স বানাতে হবে। এর জন্য অনেক সোশ্যাল মিডিয়া আছেঃ YouTube, Pinterest, Facebook, Instagram, X (Twitter) ইত্যাদি।

তবে আমার সবচেয়ে পছন্দের সোশ্যাল মিডিয়াগুলার একটা হচ্ছে পিন্টারেস্ট।

কেন?

পিন্টারেস্ট এর ট্রাফিক এর কোয়ালিটি অনেক হাই। একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ট্রাফিক পাওয়া যায়। এই ট্রাফিকের থেকে ডিসপ্লে এড নেটওয়ার্কে হাই ইনকাম আসে।

নিচের ছবিটা লক্ষ্য করেনঃ

এই স্ক্রিনশটটা আমার একটা সাইটের। Mediavine থেকে স্ক্রিনশট নিয়েছি। আপনারা যারা জানেন না, Mediavine হলো খুব প্রিমিয়াম একটা ডিসপ্লে এড এর কোম্পানি যারা আপনার সাইটে এড দিবে, বিনিময়ে আপনি টাকা পাবেন।

একটু লক্ষ্য করেন, গুগুল এর RPM (RPM মানে প্রত্যেক ১ হাজার লোক আমার সাইটে ভিজিট করলে আমি গড়ে কত ডলার পাই) ২৪ ডলার, কিন্তু পিন্টারেস্ট এর RPM ৭৮ টলার।

গুগুলের RPM থেকে ৩ গুণেরও বেশি!

আরো সহজ করে বললে, গুগুল থেকে ১০০০ ট্রাফিক আপনার সাইটে আসলে আপনি যত কামাবেন, পিন্টারেস্ট থেকে আসলে তার ৩ গুণ বেশি কামাবেন!

স্ক্রিনে দেখানো সময়ের ভেতর গুগুল থেকে আমি যত ট্রাফিক পেয়েছি পিন্টারেস্ট থেকে কেবল তার ১৩ ভাগের ১ ভাগ ট্রাফিক পেয়েছি। তাও গুগুল থেকে আমি যত ইনকাম করেছি তার প্রায় অর্ধেক ইনকাম করেছি পিন্টারেস্ট থেকে এতো কম ট্রাফিক দিয়ে।

আশা করি আমি বোঝাতে পারছি, পিন্টারেস্টে আপনার ব্লগের মার্কেটিং করা কেন এতো এতো বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন!

Pinterest Content Pricing

Less than 20 contents

1200/- Each Content

  • Each content has 10 listicle items (For example: 10 Places To Visit…, 10 Ways To Decorate…)
  • The content will be written with Premium ChatGPT 4o Model. I have made a CustomGPT specifically for pinterest content. My team will use it to write the content for your site.
  • The images will be generated with Premium Ideogram Version 2.0 Model.
  • Each content is produced under an Expert Writer’s Supervision!
  • You’ll get a Google Drive link of the content fully organized with images and text. Just copy & paste to wordpress.

more than 20 contents

1000/- Each Content

  • Each content has 10 listicle items (For example: 10 Places To Visit…, 10 Ways To Decorate…)
  • The content will be written with Premium ChatGPT 4o Model. I have made a CustomGPT specifically for pinterest content. My team will use it to write the content for your site.
  • The images will be generated with Premium Ideogram Version 2.0 Model.
  • Each content is produced under an Expert Writer’s Supervision!
  • You’ll get a Google Drive link of the content fully organized with images and text. Just copy & paste to wordpress.

Special Add-on: Pinterest Keyword Research

আপনাদের অনেকের ব্লগই পিন্টারেস্টকে ফোকাস করে বানানো হয়নি। অথবা কেউ হয়তো এখন পিন্টারেস্টকে ফোকাস করেই ব্লগ বানাতে যাচ্ছেন। যেটাই হোক না কেন আপনার পিন্টারেস্টে কাজ করে এমন কীওয়ার্ড লাগবে। আপনার যদি সময় থাকে তাহলে নিজেই পিন্টারেস্ট ঘাটাঘাটি করে কীওয়ার্ড খুঁজে নিতে পারেন। এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওও আছে।

তবে এটা সময় সাপেক্ষ এবং এভাবে খুব বেশি কীওয়ার্ড পাওয়া যায়না। আমি PinClicks এই টুলটা ব্যবহার করি। এটা প্রিমিয়াম টুল (মাসে ৩০ ডলার)।

আপনি চাইলে পিন্টারেস্ট কন্টেন্ট এর সাথে সাথে Add-on হিসেবে পিন্টারেস্ট কীওয়ার্ড রিসার্চ সার্ভিস নিতে পারেন আমার থেকে। আমি PinClicks ব্যবহার করে আপনাকে কীওয়ার্ড বের করে দিবো। এতে আপনার আর PinClicks এর খরচ দিতে হবে না।

  • পিন্টারেস্ট কীওয়ার্ড রিসার্চ সার্ভিস নেওয়ার জন্য আপনাকে অবশ্যই পিন্টারেস্ট কন্টেন্ট সার্ভিস নিতে হবে। কন্টেন্ট সার্ভিস ছাড়া শুধু কীওয়ার্ড রিসার্চ সার্ভিস আমি দিচ্ছি না।
  • পিন্টারেস্ট থেকে কোনো সার্চ ভল্যুম ডাটা পাওয়া যায় না। তাই আমার থেকে কীওয়ার্ড নিলে সেটারও কোনো সার্চ ভল্যুম ডাটা আমি দিতে পারবো না। আইডিয়া করা যায় কোন কীওয়ার্ড এর সার্চ ভল্যুম কিরকম। এই আইডিয়া থেকে আমি কীওয়ার্ড দেবো।

Package 1: ১০ টা কীওয়ার্ড (প্রতিটা ২০০/- করে) – সর্বমোট ২০০০/-

Package 2: ২০ টা কীওয়ার্ড (প্রতিটা ১৮০/- করে) – সর্বমোট ৩৬০০/-

Package 3: ৩০ টা কীওয়ার্ড (প্রতিটা ১৫০/- করে) – সর্বমোট ৪৫০০/-

How Much Are You Saving With Our Service?

ChatGPT 4.0 Premium

Ideogram 2.0 Premium

PinClicks Research Tool

With our service, you are saving $70 each month (more than 8000/-)

How To Order?

Contact me through any of these channels to discuss your order