কেন পিন্টারেস্ট মার্কেটিং বর্তমানে এতো বেশি গুরুত্বপূর্ণ?

আপনারা যারা ব্লগিং করে থাকেন তারা জানেন এখন কত ভয়াবহ অবস্থা চলছে ব্লগিং এর!

গুগুল ২০২৩ এর সেপ্টেম্বরে একটা কোর আপডেট আনে তাদের সার্চ ইঞ্জিনে। এরপর থেকে ম্যাক্সিমাম ব্লগারের সাইটের র‍্যাংকিং হারায়ে যায়। আমার জানা অসংখ্য বিখ্যাত ব্লগারের সাইটারের ট্রাফিক ৮০-৯০% কমে গেছে।

ইনকাম এর কথা বাদই দিলাম।

আমি নিজেও এই আপডেটে আমার ব্লগের ম্যাক্সিমাম ট্রাফিক হারাই।

এখন কথা হচ্ছে, আমাদের কি করা উচিত?

ট্রাফিকের জন্য গুগুলের উপর আর ভরসা করা যাবে না। আমাদের অন্য ট্রাফিক সোর্স বানাতে হবে। এর জন্য অনেক সোশ্যাল মিডিয়া আছেঃ YouTube, Pinterest, Facebook, Instagram, X (Twitter) ইত্যাদি।

তবে আমার সবচেয়ে পছন্দের সোশ্যাল মিডিয়াগুলার একটা হচ্ছে পিন্টারেস্ট।

কেন?

পিন্টারেস্ট এর ট্রাফিক এর কোয়ালিটি অনেক হাই। একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ট্রাফিক পাওয়া যায়। এই ট্রাফিকের থেকে ডিসপ্লে এড নেটওয়ার্কে হাই ইনকাম আসে।

নিচের ছবিটা লক্ষ্য করেনঃ

এই স্ক্রিনশটটা আমার একটা সাইটের। Mediavine থেকে স্ক্রিনশট নিয়েছি। আপনারা যারা জানেন না, Mediavine হলো খুব প্রিমিয়াম একটা ডিসপ্লে এড এর কোম্পানি যারা আপনার সাইটে এড দিবে, বিনিময়ে আপনি টাকা পাবেন।

একটু লক্ষ্য করেন, গুগুল এর RPM (RPM মানে প্রত্যেক ১ হাজার লোক আমার সাইটে ভিজিট করলে আমি গড়ে কত ডলার পাই) ২৪ ডলার, কিন্তু পিন্টারেস্ট এর RPM ৭৮ টলার।

গুগুলের RPM থেকে ৩ গুণেরও বেশি!

আরো সহজ করে বললে, গুগুল থেকে ১০০০ ট্রাফিক আপনার সাইটে আসলে আপনি যত কামাবেন, পিন্টারেস্ট থেকে আসলে তার ৩ গুণ বেশি কামাবেন!

স্ক্রিনে দেখানো সময়ের ভেতর গুগুল থেকে আমি যত ট্রাফিক পেয়েছি পিন্টারেস্ট থেকে কেবল তার ১৩ ভাগের ১ ভাগ ট্রাফিক পেয়েছি। তাও গুগুল থেকে আমি যত ইনকাম করেছি তার প্রায় অর্ধেক ইনকাম করেছি পিন্টারেস্ট থেকে এতো কম ট্রাফিক দিয়ে।

আশা করি আমি বোঝাতে পারছি, পিন্টারেস্টে আপনার ব্লগের মার্কেটিং করা কেন এতো এতো বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন!

Pricing

Monthly

5000/-

  • Complete SEO-Optimized Account Setup
  • Website Verification
  • Market Research & Competitor Analysis
  • Pinterest driven keyword research
  • Free strategy session for custom pinterest strategy
  • Monthly 5 Pinterest-driven keywords for you to create content
  • Start with 3 SEO Optimized Boards [more boards will be created as necessary]
  • Keyword rich board name & description
  • 1 custom designed new pin every day. [designed with premium images]
  • Keyword rich pin title, description & other optimizations
  • 5-15 pins pinned per day [your own & curated]
  • Monthly report

3 Months

14,000/-

Everything in monthly package for 3 months!

6 Months

25,000/-

Everything in monthly package for 6 months!

1 Year

45,000/-

Everything in monthly package for 1 year!

আমি সাজেস্ট করবো ৬ মাসের প্যাকেজটা মিনিমাম নিতে। এর কম সময়ে আসলে খুব বেশি একটা ট্রাফিক আপনার একাউন্টে দেখতে পারবেন না।

পিন্টারেস্ট একই সাথে একটা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এবং সার্চ ইঞ্জিন গুগুলের মতো। গুগুলে যেরকম আপনার পোস্ট র‍্যাংক করাতে সময় লাগে, পিন্টারেস্টেও সেই সময় লাগে। তাই দ্রুত ফল আশা করলে আপনার আশাভংগ হতে পারে।

অর্ডার করার আগে এই ব্যাপারগুলো জেনে নিন

  • সব নিশ পিন্টারেস্ট এর জন্য ভালো না, সব নিশ পিন্টারেস্টে ভালো কাজও করবে না। তাই আপনার সাইট কতটুকু ট্রাফিক পাবে তার অনেকটা নির্ভর করছে নিশের উপর। পিন্টারেস্টে সাধারণত ভিজ্যুয়াল, ইন্সপাইরেশন, আইডিয়া, এই ধরনের নিশ ভালো কাজ করে।
  • আপনি যদি আমার পিন্টারেস্ট ম্যানেজমেন্ট সার্ভিস নেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনি কয়েক মাস পর এতো এতো ট্রাফিক পাবেন। এই গ্যারান্টি দেওয়ার সাধ্য আমার নেই, রিজিকের মালিক আল্লাহ। আমি এটা গ্যারান্টি দিতে পারি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনার সাইট পিন্টারেস্ট থেকে যত বেশি সম্ভব ট্রাফিক পায়।

Pin Design Portfolio