সাইট কেনা-বেচা করুন সবচেয়ে কম খরচে!
যদি আপনার একটি ওয়েবসাইট থেকে থাকে, তাহলে একটা ওয়েবসাইট বানাতে কি পরিমাণ শ্রম, সময় এবং কষ্ট হয় সেটা আপনি অবশ্যই জানেন এবং তার সাথে এ-ও জানেন যে, কষ্টে বানানো ওয়েবসাইটটি যদি অনেক বেশি সার্ভিস চার্জ দিয়ে বিক্রি করতে হয় তাহলেও ঠিক কতটা খারাপ লাগে।
আপনাদের এই খারাপ লাগা বিবেচনায় এনেছে একটি প্ল্যাটফর্ম — Fire Flipper!
Fire Flipper এ ওয়েবসাইট সেল করতে চাইলে প্রথমে আপনাকে ওয়েবসাইট লিস্টিং করাতে হবে।
কিন্তু, কিভাবে?
Fire Flipper এ ওয়েবসাইট লিস্টিং:
Fire Flipper এ সাইট লিস্টিং করানোর জন্য,
- Fire Flipper এর ওয়েবসাইটে যান।
- Sell My Site এ যান ।
- Seller Information দিয়ে দিন।
এরপর Fire Flipper থেকেই আপনার সাথে যোগাযোগ করে লিস্টিং করে দেয়া হবে।
Fire Flipper এ কেন আসবেন?
Fire Flipper এর সুযোগ সুবিধা যাতে ভালো করে বুঝতে পারেন এজন্য ট্রেডিশনাল ওয়েবসাইট বাই সেল প্ল্যাটফর্মের সাথে ফায়ার ফ্লিপারের তিনটি পার্থক্য দেখানো হলো।
- প্রথমত, যদি Empire Flipper এর সাথে তুলনা করি— Empire Flipper মূলত অনেক বড় বড় সাইট নিয়ে কাজ করে। এখানে গেলে দেখতে পারবেন, ওদের ৫০ হাজার ডলারের নিচে অনেক কম সাইট ই আছে লিস্ট করা। যদি আপনার ওয়েবাসাইটটি খুব বড় না হয় তাহলে আপনি Empire Flipper এ লিস্ট করতে পারবেন না৷
কিন্তু, Fire Flipper নতুন ওয়েবসাইটের জন্যও ভালো একটা প্ল্যাটফর্ম!
- Flippa তে আপনি কেনা-বেচা করতে গেলে আপনার ভালোটা আপনার ই বুঝতে হবে। কেউ নেই হেল্প করার মতো। যদি ভালো জানাশোনা থাকে, তাহলে ত হলো। কিন্তু, যদি এই প্ল্যাটফর্মে একদমই নতুন হোন তাহলে? এক্ষেত্রে দেখা যায়, নতুনরা নতুন প্ল্যাটফর্মে গিয়ে সাজেশন না পেয়ে অনেক ভুল করে ফেলেন।
কিন্তু, এরই সমাধান রয়েছে Fire Flipper এর কাছে!
আপনি পুরো একটি টিম পেয়ে যাবেন আপনার সাহায্যের জন্য। কি কি দিলে আপনার লিস্টিং ভালো হবে, বায়ারের জন্য বুঝতে সুবিধা হবে বা কি কি করতে হবে— Fire Flipper এর টিম এসব সম্পর্কে হেল্প করতে প্রস্তুত!
- এরপর বলি Flippa ডট কম নিয়ে।
এখানে পদে পদে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে। যেমন, আপনি শুধু যদি আপনার ওয়েবাসাইটটা তাদের ওখানে লিস্ট করাতে চান, অন্য কিছু না৷ শুধু লিস্ট, তাতেও ওরা একটা ফি নেয়। আপনারা সাইট সেল হোক বা না হোক আপনাকে লিস্টিং ফি টা দিতেই হবে।
এরপর যদি ওয়েবসাইট সেল হয়, তাহলেও একটা চার্জ কাটে। যেটাকে ওরা বলে সাকসেস্ ফি!
আবার, যখন আপনার ওয়েবাসাইট ক্রেতা আপনাকে টাকা ট্রান্সফার করবে তখন ওই টাকাটা Esco থেকে আপনার ব্যাংকে পৌঁছাতে হলেও ওদের একটা চার্জ দিতে হবে।
এভাবে ধাপে ধাপে শুধু সার্ভিস চার্জ দিয়েই যেতে হয়।
অন্য ওয়েবসাইটের সাথে খরচের তুলনা:
ধরুন, আপনি একটা ওয়েবসাইট সেল করেছেন পাঁচশ ডলারে। এরমধ্যে আপনাকে লিস্টিং চার্জ দিতে হবে ৪৯ ডলার! সাইট সেল হোক, বা না হোক— এটা আপনাকে দিতেই হবে।
এরপর যখন আপনার সাইট সেল হবে, তখন আপনার সেলিং প্রাইজের ১০% দিতে হবে সাকসেস ফি। যেটাও হলো ৫০ ডলার।
এরপর, ওয়েবসাইট সেল করার পর যে টাকা’টা পাবেন সেটা এসকো থেকে বাংলাদেশের ব্যাংকে আনতে আপনার খরচ পড়বে ২০ ডলার। তাহলে আপনি পাবেন ৩৮১ ডলার।
অন্যদিকে, একই সাইট যদি আপনি Fire Flipper এ দেন তাহলে আপনাকে কোনো লিস্টিং ফি দিতে হবে না, কোনে এসকো ফি দিতে হবে না৷ শুধু একটা সাকসেস ফি দিতে হবে। কিন্তু, এইযে সাকসেস ফি টা, এটাও আপনার একার দিতে হবে না। বায়ার এবং সেলারের মধ্যে ভাগ হয়ে যাবে। যদি সাকসেস ফি ৫০ ডলার হয়, তাহলে বায়ার দেবে ২৫ ডলার এবং সেলারও দেবে ২৫ ডলার!
একই সাইট আপনি Flippa তে সেল করে পাচ্ছেন ৩৮১ ডলার। আর, Fire Flipper এ পাচ্ছেন ৪৭৫ ডলার!
কারণ, Fire Flipper এর ক্ষেত্রে পদে পদে এত সার্ভিস চার্জ দিতে হয় না। তাই সিদ্ধান্ত নিন, কোথায় যাবেন!
Fire Flipper এর সাকসেস ফি কত?
যদি আপনার ওয়েবাসাইটটা মোটামুটি এস্টাবলিশ ( ৫০০ ডলারের মধ্যে) হয়, তাহলে আপনাকে দিতে হবে সেলিং প্রাইজের ১০%। ওয়েবসাইটের দাম ৫০০ হলে সাকসেস ফি পড়বে ৫০ ডলার।
আবার, যদি আপনার ওয়েবাসাইটের দাম পাঁচ হাজার ডলারের কাছাকাছি হয়, তাহলে সাকসেস ফি দিতে হবে ৭.৫%!
আর যদি পাঁচ হাজার ডলারের ওপরে হয় তাহলে সাকসেস ফি দিতে হবে ৫%।
এবার, একনজরে দেখা যাক Fire Flipper এ আপনার কেন আসা উচিত!
- ওয়েবসাইট লিস্টিং ফ্রী তে করতে পারবেন।
- ওয়েবসাইট লিস্টিং করতে ঝামেলা হলে হেল্প পাবেন।
- আপনার ওয়েবাসাইটের মার্কেটিং করে দেয়া হবে।
- পটেনশিয়াল বায়ার’দের সাথে আপনার ওয়েবাসাইট সম্পর্কে কথা বলে দেবে।
- যখন আপনার ওয়েবাসাইটটা সেল হবে তখনই শুধুমাত্র আপনি একটা স্মল চার্জ দেবেন, এছাড়া নয়।
এছাড়াও, অনেক প্ল্যাটফর্মে কেনা-বেচা সম্পর্কিত লেনদেন করতে গেলে পরিচয়পত্র থাকা’টা খুবই জরুরি। কিন্তু, অনেকের পরিচয়পত্র থাকে না বা করা হয়না।
এক্ষেত্রে, Fire Flipper রয়েছে তাদের জন্য। Fire Flipper এ কেনা-বেচা করতে গেলে পরিচয়পত্র না হলেও চলে, শুধুমাত্র একটা ব্যাংক একাউন্ট থাকলেই হয়ে গেলো।
তাই সবকিছু চিন্তা ভাবনা করক সঠিক সিদ্ধান্ত নিন, খরচ কমান!