Link Whisper দিয়ে নিমিষেই তৈরি করুন Targeted Internal Link!

ওয়েবসাইটে ইন্টার্নাল লিংক ব্যবহারের ফলে তড়তড় করে ইনকাম বেড়ে যাওয়ার কাহিনীটা যে কোনো ভুতুড়ে গল্প নয়— তা আমরা কম বেশি সবাই জানি।

কিন্তু, খুব সহজে ইন্টারনাল লিংক ব্যবহার করার একশো দশ উপায় নিয়ে চিন্তা করতে করতেই অনেকের কপালে ভাঁজ!

তবে আনন্দের বিষয় হচ্ছে, চিন্তিতদের চিন্তা লাঘব করার জন্য রয়েছে Link Whisper!

তাহলে এ নিয়েই বিস্তর আলাপ-আলোচনা করা যাক।

Link Whisper এর কিছু প্যাকেজ রয়েছে। যেমন, Two Website Licence package, Three Website Licence Package ইত্যাদি। আপনি Three Website Package টিই কিনতে গেলেন। দেখলেন, এটার দাম একশো সতেরো ডলার!

আবার মাথায় হাত। হাতটা নামিয়ে ফেলুন। কারণ, আরো সাশ্রয়ী মূল্যে যদি Link Whisper Licence কিনতে চান তাহলে বুদ্ধি করে একটি কুপন কোড বসিয়ে দিতে পারেন। কুপন কোডটি হচ্ছে ‘Muntaseer’

কোড ইউজ করার পরে দেখবেন, ১৫ ডলারের বড়সড় একটি ডিসকাউন্ট নিমিষেই পেয়ে যাবেন।

এই অফার শুধুমাত্র একটা প্যাকেজের জন্যই যে তা নয়; বরং সব প্যাকেজেই ব্যবহার করতে পারবেন। 

চাইলে এখনই $15 ডিসকাউন্টে Link Whisper কিনে নিতে পারেন। কেনার জন্য এখানে ক্লিক করুন। এরপর চেক আউট পেইজে যাবেন। গিয়ে কুপন কোডে ‘Muntaseer’ লিখবেন। তাহলেই $15 এর ছাড় পেয়ে যাবেন!

Link Whisper কেনার পরে কি করব?

Link Whisper কেনার পরে আপনাকে Link Whisper থেকেই ইমেইল করা হবে আপনার লাইসেন্সটি অথবা আপনি যে লাইসেন্সটা কিনেছেন সেটা Link Whisper এর ড্যাশবোর্ডেও পেয়ে যাবেন।

এরপর কিছু কাজ ধাপে ধাপে সেড়ে ফেলুন।

  • আপনার যে ওয়েবসাইটে লিংক করতে চান সেই ওয়েবসাইটে যান।
  • ওয়েবসাইট এর Backend এ যান।

ছবির মার্ক করার স্থানে আপনার Licence key  দিয়ে এক্টিভেট করে দিন। এক্টিভেট না করলে আপনার লাইসেন্স কাজ করবে না।

  • যদি Link Whisper আগেই কিনে থাকেন এবং নতুন করে রিনিউ করতে চান, তাহলে রিপোর্টে গিয়ে একটা রান লিংকে স্ক্যান করে দেবেন যাতে সবকিছু আবার আপডেট হয়ে যায়। এরপর সব কিছু চলে আসবে।

এখান থেকে আপনি দেখতে পারবেন কি কি পোস্টে লিংক করেছেন আর কি কি লোক পোস্টে এখনো লিংক করেননি। যেসব পোস্টে কোন লিংক করেন নি সেগুলো Orphaned Posts এ  গিয়ে জমা হয়ে থাকবে। Orphaned Posts ছাড়াও আরো অনেক কিছু এখানে দেখতে পারবেন। কিন্তু,সবকিছু ছেড়েছুড়ে কোন পোস্টে এখনো লিংক করেন নি তাতেই বেশি মনোযোগ দেওয়া ভালো। এছাড়া এখানকার ড্যাশবোর্ডে গিয়ে কোন কোন ডোমেইনের সবচেয়ে বেশি লিংক করা আছে এসবও দেখতে পারবেন!

Orphaned Post এ  লিংক কিভাবে যুক্ত করবো?

  • Orphaned Posts অপশনে যান। গেলেই দেখবেন, কোন কোন পোস্টে একদমই লিংক করা হয়নি।

( বলা বাহুল্য, এখানে কিছু কিছু লিংক আছে যেগুলোতে লিংক করা যায় না। যেমন— প্রাইভেসি পলিসি অথবা ট্রান এন্ড ইত্যাদি৷)

( ছবিতে প্রদর্শিত অনুযায়ী)  কোন আর্টিকেলের লিংক দিতে চাইলে এখানে Add এ ক্লিক করুন।

অটোমেটিক সাজেশন পেয়ে যাবেন আপনার আর্টিকেলের সাবজেক্ট অনুযায়ী যে, কোন কোন পেইজ থেকে আপনি লিঙ্ক দিতে পারেন। আর ইচ্ছেমতো চাইলে ক্যাটাগরি ফিল্টার ও করতে পারেন।

  • এখান থেকে আপনি কতটুকু লিংক করবেন সেটুকুও নিজের ইচ্ছা অনুযায়ী কাটছাঁট করে নিতে পারবেন।

পছন্দ অনুযায়ী সাজেশন সিলেক্ট করে Add Link এ ক্লিক করুন৷ 

সিলেক্ট করা প্রত্যেকটা আর্টিকেল থেকে লিঙ্ক এড হয়ে যাবে। 

এভাবেই হয়ে গেল লিংক অ্যাড করা!

এরপর কিন্তু আর আপনার ওই পোস্টটি অরফ্যান্ড পোস্টে এক দন্ড ও থাকবে না।

এগুলো ছাড়াও এখানে আরো অনেক সিস্টেম রয়েছে। যেমন, আপনি Add Inbound  অপশনে ক্লিক করে কোন পোস্টে কতগুলো Inbound Link আছে তা-ও দেখতে পারবেন আবার চাইলে গুরুত্বপূর্ণ কোন পোস্টে যদি আরও Inbound অথবা Outbound link এর মধ্যে যেটা-ই Add করতে চান না কেন, সহজেই করতে পারবেন।

আচ্ছা, Inbound Link আর Outbound Link কী?

Inbound Link:

যখন আপনি আপনার নিজেরই ওয়েবসাইটের কোনো পেইজ থেকে আপনারই ওয়েবসাইটের কোন একটা পেইজে লিঙ্ক করবেন তখন সেটাকে বলে Inbound Linking ।

Outbound Link:

 যখন আপনি আপনার ওয়েবসাইটের কোন পেজ থেকে অন্য কারো ওয়েবসাইটের কোন পেইজে লিংক করবেন সেটাকে বলে Outbound Link বা External Link ।

Link Whisper ফিচারের সমাহার!

সো এ-ই শেষ নয়, আরো কিছু ফিচার আছে। যেমন, Auto Linking ফিচার। যেখান থেকে আপনি অটোমেটিক লিংক Add করার সুযোগ সুবিধা পাবেন।

এতক্ষণ দেখলেন, Link Whisper এর ভেতর দিয়ে কিভাবে Internal Link করতে পারবেন।

কিন্তু, আপনি যখন একটা পার্টিকুলার আর্টিকেল পোস্ট করবেন তখন চাইলে এটা থেকে অটোমেটিক অন্য আর্টিকেলে লিংক ক্রিয়েট করতে পারবেন।

কীভাবে?

যে আর্টিকেলটা পোস্ট করবেন সেটার একদম নিচে গেলেই Link Whisper সম্পর্কিত কিছু অপশন দেখবেন।

Suggested Links অপশনে ক্লিক করুন।

তাহলেই সাজেশন আসবে লেখাটার কোন কোন Word  ব্যবহার করে অন্য আর্টিকেলে লিংক করতে পারবেন।

  • সাজেশন পছন্দ হলে সাজেশন অনুযায়ী করুন না হলে নিজের পছন্দ মত সিলেক্ট করুন।
  • পছন্দমত Word সিলেক্ট করুন, যেটা দিয়ে লিংক করতে চান। 

চেক করে Insert Links Into The Post এ যান।

অটোমেটিক এড হয়ে যাবে একটা Internal Link!

এরপর আর্টিকেলটা আপডেট দিয়ে, রিফ্রেশ করে দেখে নিন কাঙ্ক্ষিত ফলাফল।

মোটকথা, যদি আপনার ওয়েবাসাইটটি বেশ বড়সড় হয়—

তাহলে Link Whisper দিয়ে Internal Link করার চেয়ে সহজ, সুন্দর উপায় আর দু’টো পাবেন না। সুতরাং, ঝটাপট কিনে ফেলুন Link Whisper আর সাশ্রয়ী দামে কিনতে হলে “Muntaseer” কুপন কোডটি ব্যবহার করতে যেন ভুলবেন না!

Similar Posts