ব্লগ পাবলিশ করার জন্য বেস্ট সময় কখন!
আমরা কখন পোস্ট করছি? পোস্ট করার এই সময়টা ট্রাফিক বা এঙ্গেজমেন্টের ওপর অনেক প্রভাব ফেলে। ভালো সাড়া পেতে আসলে কখন পোস্ট করা উচিত? যখন মন চাইলো, তখন পোস্ট করে ফেললাম— এটা উচিত না। তাহলে কখন?
উত্তরটা বেশ সহজ না। বিভিন্ন ব্যাপার খেয়াল রেখে সময় মেইনটেইন করতে হবে। এই বিষয় নিয়ে অনেক সময়ে অনেক গবেষণা হয়ে গেছে। সব তথ্য উপাত্তের ভিত্তিতে একটা ধারণা আমরা পেতে পারি যে আমাদের কখন পোস্ট করা উচিত।
পুরোটা জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন!
আসলেই কি পোস্ট করার জন্য নির্দিষ্ট কোনো বেস্ট টাইম আছে?
এর উত্তর হ্যাঁ হতে পারে কিন্তু বেশির ভাগ সময়-ই উত্তরটা ‘না’ এর দিকে চলে যায়। সব ব্লগেই ভিন্ন ভিন্ন টার্গেট অডিয়েন্স আছে। সবার ভিন্ন ভিন্ন অভ্যাস আছে। এজন্য যেই সময়টা একটা ব্লগের জন্য প্রযোজ্য সেটা অন্য ব্লগের জন্য প্রযোজ্য হবেনা।
ব্লগ প্রোমোটের জন্য যেসব মার্কেটিং চ্যানেল ব্যবহার করা হয়, সেগুলো অনেকটা প্রভাব ফেলে — ব্লগপোস্টের সঠিক সময় জানার জন্য।
এছাড়াও, যদি আপনি সরাসরি Tumblr, WordPress.com, Medium বা আপনার নিজস্ব কিছু ব্লগিং প্লাটফর্মে পোস্ট না করেন তাহলে আপনার অডিয়েন্স আপনার ব্লগপোস্ট সম্পর্কে খুব বেশি একটা জানবে না।
আপনি যে ব্লগটা পোস্ট করছেন, সেটার নোটিফিকেশন আপনার অডিয়েন্সের সামনে পৌঁছানো দরকার। সেটা তাদের ইনবক্সে হোক বা সোশ্যাল মিডিয়ায়।
যাইহোক, নির্দিষ্ট কোনো বেস্ট সময় না থাকলেও প্রচলিত কিছু সময় আছেই। সেটাই অনুসরণ করা উচিত ব্লগ পোস্ট বা ইমেইল করার জন্য।
কিছুক্ষণ সময় পরপর পোস্ট করে নিজেই টেস্ট করে নিন। কখন রিচ হচ্ছে, কখন হচ্ছে না। যাকগে, সবকিছু নিয়েই আলাপ করা হচ্ছে এই পোস্টে!
ব্লগ পোস্ট করার জন্য বেস্ট সময় কখন?
HubSpot এর একটা ব্লগিং পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র ১৮% ইন্টারনেট ইউজার প্রতিদিন ব্লগপোস্ট পড়েন।
২৯% মানুষ প্রতিমাসে ১-৪ বার ব্লগ পড়ে থাকেন। কিন্তু, ১৭% মানুষ কখনোই ব্লগ পড়েন না। সবচেয়ে বেশি সংখ্যক লোক— ৩৬% মানুষ শুধুমাত্র সপ্তাহে একবার ব্লগ পোস্ট পড়েন।
দিনের যেকোনো সময়ে ৬% ইন্টারনেট ইউজার ব্লগ পোস্ট পড়েন।
প্রতি সপ্তাহে ৪ থেকে ৬ বার — ১৪% লোক পড়েন।
প্রতি সপ্তাহে ১ থেকে ৩ বার — ১৬% লোক পড়েন।
এই ৩৬% ব্লগ রিডারস একটিভলি ব্লগ পড়ে থাকেন সরাসরি সার্চ করে বা সোশ্যাল মিডিয়া থেকে।
পরিসংখ্যানে রিডারদের তথ্য থাকলেও আপনার কাজ হচ্ছে বেস্ট সময়টা খুঁজে বের করা ব্লগ পোস্ট করার জন্য।
দুঃখজনক ভাবে, যেসব বেস্ট ডাটা আমাদের কাছে আছে, সবগুলোই পুরোনো স্টাডি, যা সেকেন্ড হ্যান্ড ব্লগে পাবলিশড হয়ে এসেছে। অরিজিনাল ডাটা পাওয়া যায়নি।
অরিজিনাল স্টাডি— The Science Og Social Timing পাবলিশ হয়েছিল kissmetrics blog এ ইনফোগ্রাফিক হিসেবে। এরমধ্যে Dan Zarrella ও Search Engine Land এর ডাটা অন্তর্ভুক্ত ছিলো।
এই স্টাডিতে প্রথম পরিসংখ্যানটা ছিলো ইন্টারনেট ইউজারদের নিয়ে। যাদের মধ্যে ৭০% লোক জানায়, তারা সাধারণত সকালবেলায় ব্লগ পোস্ট পড়ে থাকেন।
ইনফোগ্রাফিক অনুযায়ী, সপ্তাহে সোমবারে সবচেয়ে বেশি ট্রাফিক পাওয়া যায়। আর যেকোনো দিনে সকাল ১১ টার দিকে বেশি ট্রাফিক পাওয়া যায়।
যাইহোক, সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট হয় শনিবার সকাল নয়টায়। এজন্য অন্য দিনের থেকে বেশি পোস্ট পাবলিশ হয় এই দিনেই!
সোশ্যাল মিডিয়া অনুযায়ী ব্লগ পাবলিশ করার বেস্ট সময়/দিন!
যেহেতু আমরা অনেকেই নতুন পাবলিশ হওয়া ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রোমোট করতে চাই, সেহেতু সোশ্যাল মিডিয়া অনুযায়ী বেস্ট টাইম খুঁজে বের করা দরকার।
Sprout Social এর একটা স্টাডি দিয়ে শুরু করা যাক! এটা একটা Social Media Scheduling tool যেটা তাদের প্রায় 34,000 কাস্টমারের সোশ্যাল মিডিয়া পোস্ট বিশ্লেষণ করে গবেষণাটি করেছে।
নির্দিষ্ট করে বলতে গেলে, Sprout Social 400,000 এরও বেশি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে প্রায় 2 বিলিয়ন এঙ্গেজমেন্ট বিশ্লেষণ করেছে। তাদের তথ্য অনুসারে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য সপ্তাহের বেস্ট দিন হলো মঙ্গলবার ও বুধবার এবং এই দিনগুলোয় পোস্ট করার সেরা সময় হচ্ছে মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 2টা এবং বুধবার সকাল 9টা থেকে 1টা। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সবচেয়ে বাজে দিন হচ্ছে রবিবার!
Sprout Social এর গবেষণা অনুসারে, পুরো সপ্তাহ জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বেস্ট সময় হলো—
- সোমবার: সকাল ১০টা থেকে দুপুর ১২টা
- মঙ্গলবার: সকাল ৯টা থেকে দুপুর ২টা
- বুধবার: সকাল ৯টা থেকে দুপুর ১টা
- বৃহস্পতিবার: সকাল ৯টা থেকে দুপুর ১২টা, এবং অতিরিক্ত দুপুর ২টা
- শুক্রবার: সকাল ৯টা থেকে রাত ১১টা
সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম ভেদে ব্লগ পোস্ট করার সময়—
সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মধ্যে ফেসবুক, টুইটার, LinkedIn অন্যতম। এগুলো ব্লগারদের জন্য বেশ হেল্পফুল কারণ, এখানে সরাসরি লিংক শেয়ার করা যায়।
Sprout Social এর মতে, এখানকার প্রতিটা প্ল্যাটফর্মে পোস্ট পাবলিশ করার বেস্ট সময় হলো:
Facebook:
- সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১টা
- মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা
- বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১টা
- বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা
Twitter :
- মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা।
- বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা।
- বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা।
LinkedIn:
- মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা
- বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা
এছাড়াও অন্য প্লাটফর্মের জন্য —
Instagram :
- মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত
- বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
TikTok :
- মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
Pinterest:
- বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত
- বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত
- শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত
Hootsuite এর study:
এসব ব্যাপারে যদি আরো জানতে চান— Hootsuite এর স্টাডি আপনার জন্য হেল্পফুল হতে পারে।
Hootsuite যখন তাদের কাস্টমারদের সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট এনালাইজ করেছে তখন তারা এগুলো পেয়েছে:
- Facebook – এই প্ল্যাটফর্মে পোস্ট করার বেস্ট সময় হল সোমবার সকাল ১০টা।
- Twitter – শুক্রবার সকাল ৯টা।
- LinkedIn – সোমবার দুপুর ১টা।
- Instagram – সোমবার সকাল ৯টা।
- Tiktok – রবিবার দুপুর ১টা।
ইমেইল মার্কেটিং এর উপর ভিত্তি করে ব্লগ পোস্ট করার উপযুক্ত সময়—
আপনি যদি ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ব্লগ পোস্ট প্রোমোট করেন, তাহলে কখন ইমেইল পাঠানো ভালো, সেটা নিয়ে এখন আলোচনা করা যাক।
এই ডাটা Moosend কোম্পানির কাছ থেকে পাওয়া গেছে। যারা তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো ১০ বিলিয়ন ইমেইল এনালাইজ করেছে।
Moosend গবেষণায় দেখা গেছে, ইমেইল পাঠানোর জন্য বৃহস্পতিবার উপযুক্ত, তারপরে আসে মঙ্গলবার। এই দুই দিনে ইমেইল open rate সবচেয়ে বেশি। অন্যদিকে, শনিবার ও রবিবারে ইমেইল Open rate সবচেয়ে কম ছিল।
আর, ইমেইল পাঠানোর একদম উপযুক্ত সময় হল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত! কিন্তু সন্ধ্যা ছয়টার পরে ওপেন রেট একদমই কমে যায়। এখানে GetResponse কাস্টমারদের প্রতিদিনের গড় ওপেন রেট দেয়া হলো—
Moosend এর রিপোর্ট অনুযায়ী,
- সকাল ৯টা থেকে ১০টা – ২১.৩৫%
- দুপুর ১টা থেকে ২টা – ২২.০৯%
- বিকাল ৫টা থেকে ৬টা – ২০.৭৪%
যদিও দুপুর ১টা থেকে ২টার মধ্যে Open Rate সবচেয়ে বেশি থাকে, তবুও Moosend এর মতে সকালের বেলায়ই ইমেইল পাঠানোর উপযুক্ত সময়। কারণ বিকেল ৩টা বাজলেই Open Rate তড়িঘড়ি করে নেমে যায়।
নিজের ব্লগ পোস্ট করার জন্য পারফেক্ট সময় খুঁজে বের করবেন কিভাবে?
আপনার নিজের ব্লগ পোস্ট পাবলিশের জন্য একটা পারফেক্ট সময়সূচী নির্ধারণের ভালো উপায় হলো, Analytic Tools এ Trial ও Error এর মাধ্যমে সংগ্রহ করা ডেটা। এক্ষেত্রে নিচের এসব ক্যাটাগরির টুলস ব্যবহার করতে পারেন—
- Website Analytics, যেমন Google Analytics বা Clicky।
- Social Media Analytics, যেমন কোন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে সংগ্রহ করা ডেটা।
- Email Analytics, যা ইমেইল মার্কেটিং সার্ভিস প্রোভাইডারের থেকে সংগৃহীত।
Website analytics এর মাধ্যমে, আপনি দিন এবং ঘন্টা অনুসারে View পরিবর্তন করতে পারবেন। দেখতে পারবেন, কোন দিন গুলো বা দিনের কোন সময় গুলোতে আপনার ব্লগ সবচেয়ে বেশি অর্গানিক, ডিরেক্ট ও সোশ্যাল ট্রাফিক পায়।
এসব টুল আপনাকে অনেক সাহায্য করবে। এর মাধ্যমে আপনার অডিয়েন্সের প্রেজেন্স সম্পর্কে জানতে পারবেন। তারা কখন সোশ্যাল মিডিয়ায় বা ইনবক্সে এক্টিভ থাকে, এ-ও জানতে পারবেন। তবে এরচেয়েও ভালো ভাবে পরীক্ষা করে উপযুক্ত সময়সূচি জানতে চাইলে নির্দিষ্ট সময়ে একেক ভাবে পরীক্ষা চালাতে পারেন।
যেমন— আপনি পুরো একটা মাস সোমবার সকাল নয়টায় ব্লগ পোস্ট করবেন। এরপরের একমাস একই সময়ে কিন্তু মঙ্গলবারে, পরের একমাস বুধবার, এভাবে আরো কয়েকমাস বৃহস্পতিবার আর শুক্রবার পোস্ট করবেন।
প্রতিমাসের রেজাল্ট কম্পেয়ার করে দেখুন, কোন মাসে বেশি উপকৃত হয়েছেন সবদিক থেকে। যে মাস জিতবে, সেই মাসে সিলেক্ট করা দিনটিই আপনার জন্য সাপ্তাহিক ব্লগ পোস্টের দিন!
Frequently asked questions
- ব্লগ পোস্ট করার জন্য দিনের কোন সময়টি সেরা?
— সকাল অথবা বিকেলের শুরুর দিকে।
- সপ্তাহের কোন দিনটা ব্লগ পোস্ট করার উপযুক্ত দিন?
— বুধবার এক্ষেত্রে একটা ভালো দিন। এছাড়াও মঙ্গলবার, বৃহস্পতিবার ও ভালো দিন।
- নতুন ব্লগারদের কতটা পোস্ট করা উচিত?
— যত সম্ভব তত পোস্ট করা উচিত। কিন্তু অবশ্যই ভালো কোয়ালিটির পোস্ট করা উচিত!