|

আগের ব্লগপোস্টের টাইটেল আপডেট করে যেভাবে CTR বাড়াতে পারেন!

বিভিন্ন সময়ে, বিভিন্ন কারণে, অনেক ওয়েবসাইট ই ভালো কাজ করতে পারে না। একটু ডাউন হয়ে যায়। 

এই জায়গা থেকে তোলার জন্য একটা ভালো উপায় হচ্ছে, ওয়েবসাইটের যেসব পোস্টের CTR কম— অর্থাৎ, যেসব পোস্ট গুগলের সার্চ রেজাল্টে আসছে কিন্তু ভিজিটররা ক্লিক করছে না, সেসব পোস্ট খুঁজে বের করে তাদের হেডলাইন পরিবর্তন করে আরো আকর্ষণীয় হেডলাইন দিয়ে দেয়া। 

Curious about Content Writing? We've got more info in this linked article. এই ৫টি উপায়ে আপনি আরো দ্রুত লিখতে পারবেন!

হেডলাইন কিভাবে পরিবর্তন করতে হয়?

প্রথমে- যেসব পোস্টের CTR কম, সেই পোস্ট গুলো খুঁজে বের করতে হবে। এজন্য, 

  • Analytics এ যেতে হবে। 
  • Acquisition এ গিয়ে Search Console এর ভেতরের Landing Pages এ যেতে হবে। 

দ্রষ্টব্য: আপনার Google Analytics এর সাথে যদি  Search Console কানেক্ট করা না থাকে, তাহলে অবশ্যই সেটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার পর সব রিপোর্ট গুলো দেখতে পারবেন। অথবা, কানেক্ট না করেও Google Search Console এ গিয়েও সিমিলার কাজটা করতে পারবেন।

  • যদি আপনার টাইমলাইন সপ্তাহ খানেক সময়ের দেয়া থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে। অনেক বড় একটা টাইমলাইন দিতে হবে। হতে পারে – বছরখানেক সময়ের একটা টাইমলাইন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আপনি চাইলে পাঁচ ছয় মাসের জন্য ও নিতে পারেন।
  • অনেক ধরনের ডাটা আসবে। সেগুলোকে ক্লিকস অনুযায়ী সাজান। সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম। 
  • এরমধ্যে দেখুন, কোন কোন CTR গুলো একদমই ভালো পারফর্ম করছে না।
  • প্রথমে যেগুলোর CTR  2% এর কম সেগুলো নিয়ে কাজ করুন। 

( এই কাজটা সহজে করার জন্য ফিল্টার ব্যবহার করতে পারেন। এজন্য প্রদত্ত ডাটার ওপরের অংশে ” Advanced ” অপশনে গিয়ে প্রথমে আসা অপশন ক্লোজ করে দিতে হবে। এরপর Dimension of metric এ গিয়ে CTR সার্চ করতে হবে। CTR এ শর্ত বসিয়ে দিন— greater than এ 1। আবার নিচে, CTR বসিয়ে less than এ দিতে হবে 2।  

এরপর অ্যাপ্লাই করে দিলেই চলে আসবে।) 

  • ক্লিক অনুযায়ী না সাজিয়ে Impression অনুযায়ী সাজাতে পারেন। এতে বোঝা যাবে, আপনার কোনো আর্টিকেল অনেক বেশি ইম্প্রেশন পাচ্ছে কিন্তু তদনুযায়ী ভালো ক্লিক পাচ্ছে না। 
  • যেসব আর্টিকেল নিয়ে কাজ করতে চান সে গুলোর লিংক কপি করে রাখুন। 

ব্লগপোস্টের টাইটেল আগে থেকেই জেনারেট করে রাখতে হবে। যেটা ভালো কাজ করতে পারবে এমন টাইটেল দেয়া উচিত। হেডলাইন বের করার জন্য পপুলার ব্লগপোস্ট গুলো ঘাটবেন। তাহলে সঠিক হেডলাইন লেখার আইডিশা পাবেন। এছাড়াও- হেডলাইন লেখার সঠিক নিয়ম জানতে চাইলে কোর্সে জয়েন করতে পারেন। সেখানে ডিটেইলস দেয়া আছে সবকিছু! 

প্রতিটি পোস্টে গিয়ে আগের হেডলাইন চেঞ্জ করে জেনারেট করা হেডলাইন গুলো বসিয়ে দিতে হবে। এজন্য-

  • সাইটের Backend এ যেতে হবে। 
  • প্রতিটা আর্টিকেলের লিংকে গিয়ে Edit Post অপশনে ক্লিক করে আগের হেডলাইন রিমুভ করে নতুন হেডলাইন লিখে দিতে হবে। 

এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, নতুন হেডলাইন দেয়ার সময় যাতে ভুলেও পোস্টের URL চেঞ্জ না হয়। URL চেঞ্জ হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর্টিকেল একদম ডাউন হয়ে যাবে। এরপরে আপডেট করে দিলেই হেডলাইন পরিবর্তন হয়ে যাবে। ভিউ পোস্টে গিয়ে পরিবর্তনটা খেয়াল করা যাবে। এক্ষেত্রে অবশ্যই দেখতে হবে, URL ঠিকঠাক আছে কি-না। 

আপডেট করার পর ক্যাশটা ক্লিয়ার করে নিতে পারেন। যাতে, ওয়েবসাইটে আপডেটেড ভার্সনটা শো করে। এজন্য-

  • যে Cash Plugin টা আছে ওটা ক্লিয়ার করে নিতে হবে।

এরপরে আপনি চাইলে Google Search Console এ গিয়ে প্রতিটা লিংকের জন্য আবার একটা ক্রলিং রিকোয়েস্ট দিতে পারেন। তাহলে হয়তো-বা গুগল খুব তাড়াতাড়ি ক্রল করতে পারে। এজন্য- 

  • সার্চ কনসোলে গিয়ে প্রতিটা পোস্টের লিংক নিয়ে সার্চবারে দিতে হবে। তারপর এটাকে আবার ক্রল করার জন্য রিকোয়েস্ট করতে হবে। 

Similar Posts