৫ মিনিটের কাজে ১৫% – ২০% বেশি ইনকাম! (Fixed Sidebar Ad Tutorial)

আমরা সবসময়ই স্বল্প সময়ে, অল্প কষ্টে বেশি আয় করতে চাই। এরকমই স্বল্প সময়ের ছোট একটা কাজ রয়েছে, যেটা করলে আপনার ইনকাম তড়তড় করে বেড়ে যাবে ১৫% – ২০% এর মত!  যাকে বলা হয়, Fixed Sidebar Ad ।

পাঁচ মিনিটে কাজ সেড়ে কয়েক ঘন্টার ইনকাম পকেটে ঢুকাতে পারলে কে খুশী না হয়ে পারে, বলুন?

Fixed Sidebar Ad কী?

প্রায়শঃই, আমরা কোনো ওয়েবসাইটে স্ক্রল করার সময় বিভিন্ন ধরণের Ad দেখি। কোনো পেজ স্ক্রল করার সময় কিছু কিছু Ad স্ক্রলের সাথে সাথে চলে যায় আবার কিছু কিছু Ad কিন্তু স্ক্রলের সাথে সাথে নিচে নামতে থাকে, চলে যায় না৷ যে কারণে এই Ad টা আমরা অনেকক্ষণ ধরে দেখতে থাকি। এই যে Ad টা চলে যাচ্ছে না, অনেকক্ষণ ধরে ভিজিবল থাকছে— এটাকেই বলে Fixed Sidebar Ad বা Sticky Sidebar Ad!

মজার বিষয় হচ্ছে, আপনার Ad ভিজিটরের সামনে যত বেশি সময় ভিজিবল থাকবে, আপনার ইনকামও তত বেড়ে যাবে। এজন্যই এই Fixed Sidebar Ad এর মাধ্যমে ইনকাম বাড়ানো একদম পানির মত সহজ!

Sidebar Ad ফিক্সড করবো কিভাবে?

Ezoic ইউজার হোন বা না হোন, Sidebar Ad ফিক্সড করতে পারবেন সবাই!

যদি Mediavine User হয়ে থাকেন তাহলে কোনে সমস্যাই নেই। ওরা অটোমেটিক একটা অপশন দিয়েই দেয়। কিন্তু, Ezoic সাথে সাথেই কোনো অপশন দেয় না। Ezoic এ Sidebar Ad ফিক্সড করতে চাইলে একটু নাটক করতে হবে। আবার, যদি Ezoic User না হোন, তাহলে সেম নাটক Adsense দিয়ে সেড়েও Sidebar Ad ফিক্সড করতে পারবেন!

প্রথমত, Ezoic User হলে

  • Ezoic এ গিয়ে ওপরে Monetization অপশনে ক্লিক করুন।
  • Monetization আসার পরে নিচে স্ক্রল করে গিয়ে Add New Placeholder / New Placeholder নামে অপশন পাবেন।
  • New Placeholder অপশনে ক্লিক করে একটা Floating Ad ক্রিয়েট করুন।
  • Sidebar Floating Ad নেয়ার পরে অটোমেটিক একটা Placeholder এর নাম আসবে। আপনি চাইলে ইচ্ছেমত পরিবর্তন করে নিতে পারেন। এছাড়া সাইজ থেকে শুরু করে বাকী সব অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। 
  • সেভ করে দিন। তাহলেই একটা New Placeholder ক্রিয়েট হয়ে গেলো!
  • Placeholder ক্রিয়েট করার পরে ছবিতে নির্দেশিত অপশনে ক্লিক করুন।
  • আপনার Placeholder টির জন্য একটা কোড পাবেন।
  • কোডটি নোটপ্যাডে কপি করে রাখুন।

Ezoic User না হলে

  • Adsense এ গিয়ে একটি Ad ক্রিয়েট করুন। ভার্টিক্যাল Ad হলে ভালো হয়, স্কোয়ার হলেও অসুবিধা নেই।
  • Ezoic এর মত একই পদ্ধতিতে আগান। কোড পেলে কোডটি নোটপ্যাডে কপি করে রাখুন।

এরপরে,

  • যে সাইটে Ad টা দেবেন, সেই সাইটে গিয়ে Backend এ যান।
  • Backend এ গিয়ে একটা Plugin ইউজ করতে হবে। যে Plugin টা Sidebar এর কোনো Widget কে স্টিকি করে দেবে। Plugin ইন্সটল করার জন্য,

Backend এর Plugin অপশনে গিয়ে Add New তে ক্লিক করুন।

  • Fixed widget লিখে সার্চ করে রেজাল্টের প্রথম সাড়িতে যে plugin টি পাবেন তা ইনস্টল করে এক্টিভেট করে দিন।
  • এরপর Appearance এ গিয়ে Widget এ ক্লিক করুন।

(widget কি? widget দিয়ে আমরা সাইডবারের সবকিছু কন্ট্রোল করতে পারি।)

  • Widget এ যাবার পর আপনার থিম অনুযায়ী সবকিছু সেট করুন। চাইলে Extra Widget ও ইন্সটল করতে পারবেন, সেজন্য অপশন রয়েছে।

সতর্কতা হচ্ছে—

যে কয়টা Widget ই ইউজ করুন না কেন, খেয়াল রাখতে হবে সবচেয়ে নিচের widget টাকেই যেন স্টিকি করেন। কারণ, sticky widget এর নিচে অন্য Widget থাকলে sticky widget এর কারণে সে সবগুলো ঢেকে যাবে। যেটা মোটেই গুগল রেকমেন্ডেড না!

Expand your knowledge about Blogging with this article. ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা প্রতিটি ব্লগারের ফলো করা উচিত! 

  • ছবিতে প্রদর্শিত অপশন, প্লাসে ক্লিক করুন।
  • Custom HTML widget টা নিয়ে কপি করা কোডটা paste করে দিন।
  • code paste করার পরে মজার একটা কাজ করতে হবে। প্লাগইন ইন্সটল করার কারণে পাশে কিছু অপশন আসবে,
    • Fixed Widget
    • Unfixed Widget
    • Stop Widget
  • Fixed Widget এ ক্লিক করার পরে আপডেট দিয়ে দিন।
  • আপনার widget সেভ হয়ে গেলো।

কিছুক্ষণ অপেক্ষা করে রিফ্রেশ করে দেখবেন, আপনার ওয়েবাসাইটে Sidebar Ad টি ফিক্সড হয়ে গিয়েছে! এবার আপনার সাইটে কেউ ভিজিট করতে আসলে ভিজিটরের স্ক্রলের সাথে সাথে AdAd টাও নিচে নামতে থাকবে, Ad টা ভিজিটরের সামনে অনেকক্ষণ ভিজিবল থাকবে পাশাপাশি আপনার ইনকামও বাড়বে।

কাজ কিন্তু মোটেই বেশি না। কিন্তু, করতে পারলে ইনকাম বেড়ে যাবে বহুগুণে।

Similar Posts