অন পেইজ এস ই ও টিউটোরিয়াল (পার্ট ২)- টাইটেল ট্যাগ
টাইটেল ট্যাগ মূলত একটা ওয়েব পেজের টাইটেল কি হবে সেটা ঠিক করে। এস ই ও, বিশেষত অন পেইজ এস ই ও এর জন্য টাইটেল ট্যাগ এর গুরুত্ব অনেক। আমরা যখন কোনো কিছু লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করি, তখন অনেক গুলো সার্চ রেজাল্ট আসে। প্রত্যেকটা সার্চ রেজাল্টের একটা করে টাইটেল বা হেডলাইন আছে। এই টাইটেলই হলো টাইটেল ট্যাগ।
আপনার ব্লগ পোস্ট যতই ভালো হোক, টাইটেল ট্যাগ যদি সুন্দর, আকর্ষনীয় না হয়, তবে সেটায় খুব কম মানুষই ক্লিক করবে। একটা ভালো টাইটেল ট্যাগ সার্চ রেজাল্টে আপনার পোস্টের CTR (Click Through Rate) অনেক গুণে বাড়িয়ে দিবে, যা আপনার র্যাংকিং এও অনেক সাহায্য করবে।
এই আর্টিকেলে আমি টাইটেল ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক।
কেন টাইটেল ট্যাগ গুরুত্বপূর্ণ আপনার সাইটের জন্য?
সার্চ ইঞ্জিনের রেজাল্টঃ
আপনার টাইটেল ট্যাগ নির্ধারন করে, সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে আপনার ব্লগ পোস্টের টাইটেল কিরকম দেখাবে। এর উপরই নির্ভর করবে একজন ভিজিটর আপনার ব্লগ পোস্টের ক্লিক করবে কি করবেনা। টাইটেল ট্যাগ ভালো হলে আপনার পেজের CTR অনেক বেড়ে যাবে, যার ফলে আপনার র্যাংকিং ও আগাবে।
ওয়েব ব্রাউজারঃ
আপনার টাইটেল ট্যাগ ওয়েব ব্রাউজারের ট্যাবে শো করবে। এতে কোনো ভিজিটর যদি অনেকগুলা ব্রাউজারের অনেকগুলো ট্যাব ওপেন করে রাখে, তাহলে আপনার টাইটেল ট্যাগ দেখে সহজেই বুঝতে পারবে কোন ট্যাব এ আপনার পোস্ট আছে।
স্যোশাল নেটওয়ার্কঃ
কোনো স্যোশাল নেটওয়ার্ক সাইটে যখন আপনি আপনার ব্লগ পোস্ট শেয়ার করবেন, তখন সেই ব্লগ পোস্টের টাইটেল ট্যাগ নির্ধারন করবে ব্লগের টাইটেল হিসেবে কি দেখানো হবে।
কোথায় টাইটেল ট্যাগ লিখবো?
আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, তাহলে যেকোন একটা SEO Plugin ইন্সটল করতে হবে। জনপ্রিয় প্লাগ-ইন গুলোর মধ্যে আছে Yoast, All In One SEO pack ইত্যাদি। প্লাগ-ইন্সটল করার পর আপনি যখন পোস্ট এড করতে যাবেন, দেখবেন যে নিচের দিকে কিছু অপশন দেখাচ্ছে SEO title, Meta Description, Focus word ইত্যাদি। SEO title অপশনেই আপনি টাইটেল ট্যাগ লিখবেন।
কিভাবে ভালো টাইটেল ট্যাগ লিখতে হয়?
[sociallocker]
চলুন দেখে নেই আকর্ষনীয় টাইটেল ট্যাগ লেখার কিছু টিপ্সঃ
১। আপনার টাইটেল ট্যাগের length নির্দিষ্ট একটা সীমার মধ্যে রাখতে হবে। যদি টাইটেল ট্যাগ অনেক বড় হয়, তাহলে গুগুল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোর সার্চ রেজাল্টে সেটা পুরোটা দেখাবেনা, আংশিক দেখাবে। সব সময় চেষ্টা করবেন টাইটেল ট্যাগ ৬০ ক্যারাক্টারের মধ্যে রাখতে। তাহলে সার্চ রেজাল্টে সেটা পুরোপুরি দেখাবে। আপনার টাইটেলের ক্যারাক্টার সংখ্যা কত তা জানতে এই সাইটটা ব্যবহার করতে পারেন।
২। সবসময় মনে রাখবেন, টাইটেল ট্যাগকে আকর্ষনীয় রাখতে, সেখানে কিওয়ার্ড বসিয়ে ভরিয়ে ফেলবেন না, এতে ভালোর থেকে খারাপ হবারই সম্ভাবনা বেশি। আপনি যদি টাইটেল ট্যাগে শুধু কিওয়ার্ড এর পর কিওয়ার্ড বসিয়ে যান, সেগুলো যদি পড়তে ন্যাচারাল না হয়, তাহলে ভিজিটররা কখনোই সেই ব্লগ পোস্টে ক্লিক করবে না। এমনকি, সার্চ ইঞ্জিনও আপনার সাইটের র্যাংক নামিয়ে ফেলতে পারে এই কারনে। যদি ন্যাচারালি টাইটেল ট্যাগে কিওয়ার্ড বসাতে পারেন, তাহলেই বসাবেন। তা না হলে কিওয়ার্ড বসানোর কোনোই দরকার নাই। চেষ্টা করেন টাইটেলকে আকর্ষনিয় করতে, CTR কিভাবে বাড়ানো যায় তা দেখতে, কিওয়ার্ড স্টাফিং থেকে দূরে থাকুন।
৩। লক্ষ্য রাখুন আপনার সাইটের প্রতিটা পেজের টাইটেল ট্যাগ যেন ইউনিক থাকে। ডুপ্লিকেট টাইটেল ট্যাগ থাকা সাইটের জন্য ক্ষতিকর।
৪। যদি মনে করেন আপনি ন্যাচারালি টাইটেল ট্যাগে কিওয়ার্ড বসাতে পারবেন তাহলে এই স্ট্রাকচারটা ফলো করতে পারেনঃ
প্রাইমারি কিওয়ার্ড- সেকেন্ডারি কিওয়ার্ড। ব্র্যান্ড নেম
৫। অবশ্যই খেয়াল রাখবেন টাইটেল ট্যাগ যেন আপনার ব্লগ পোস্টের সাথে প্রাসঙ্গিক হয়। আপনি টাইটেল ট্যাগ দিলেন একটা, কিন্তু ব্লগ পোস্টে লিখলেন অন্য কিছু নিয়ে, তাহলে হবে না। এতে আপনার সাইটের ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হবে, যার ফলে র্যাংকিং কমে যাবে।
কেন গুগুল আমার টাইটেল ট্যাগ ব্যবহার করছে না?
মাঝে মাঝে দেখা যায়, আপনি আপনার ব্লগ পোস্টের জন্য যেই টাইটেল ট্যাগ ব্যবহার করেছেন, গুগুল সেটা সার্চ রেজাল্টে না দেখিয়ে অন্য কোন টাইটেল শো করছে। যদিও ব্যাপারটা খুব বিরক্তিকর, কিন্তু কিছুই করার নেই। এমন হবার পেছনে কয়েকটা কারন আছেঃ
১। আপনি টাইটেলে কিওয়ার্ড স্টাফ করেছেন, তাই গুগুল আপনার টাইটেল ট্যাগ ব্যবহার করছে না। সবসময় চেষ্টা করবেন টাইটেল ট্যাগ টা যেন পড়ে ইচ্ছা হয় ব্লগ পোস্টে কি আছে জানার। তাহলেই সেটা একটা আকর্ষনীয় টাইটেল হবে, গুগুলও সেটা পছন্দ করবে।
২। ভিজিটর যেই সার্চ কোয়েরি (search query) ব্যবহার করেছে, আপনার টাইটেল ট্যাগ সেটার সাথে তেমন সাদৃশ্যপূর্ণ না। এটা খারাপ কিছু না। দুনিয়ার সব সার্চ কোয়েরির সাথে আপনার টাইটেল ট্যাগ মিলে যাবে এমন কোন কথা নেই। তবে খেয়াল রাখতে হবে আপনি যেই কিওয়ার্ড টার্গেট করেছেন, সেটার জন্য যেনো সঠিক টাইটেল ট্যাগই শো করে।
[/sociallocker]