amazon affiliate guideline

এই ২১টি কাজ করলে আমাজন আপনাকে ব্যান করে দিতে পারে

আপনি যদি আমাজন এফিলিয়েট মার্কেটিং করতে চান বা করে থাকনে, তাহলে আমাজনের বেশ কিছু গাইডলাইন আছে যেগুলা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। না মানলে আমাজন আপনাকে তাদের এফিলিয়েট প্রোগ্রাম থেকে ব্যান করে দিতে পারে। আমাজনের  এই গাইডলাইনগুলোকে বলা হয় Associates Program Policies. আমি নিচে এটার লিংক দিয়ে দিলাম, আপনি চাইলে পড়ে নিতে পারেনঃ

https://affiliate-program.amazon.com/help/operating/policies

https://affiliate-program.amazon.com/help/operating/agreement

এই ভিডিওটা দেখলে পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবেঃ

 

আমি এই আর্টিকেলে ২১ টি কাজের কথা বলবো, যেগুলো করলে আপনি আমাজন থেকে ব্যান হতে পারেন।

চলুন শুরু করা যাকঃ

১। আমাজন এফিলিয়েটে একাউন্ট খোলার ১৮০ দিনের ভেতরে আপনাকে অন্তত পক্ষ্যে ৩টা প্রডাক্ট সেল করতে হবে। তা না হলে আমাজন আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে। তবে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। আমাজন আপনার একাউন্ট বন্ধ করলেও পরবর্তীতে আপনি একই ইমেইল দিয়ে আরেকবার একাউন্ট খুলতে পারবেন।

২। আপনি যদি আমাজন থেকে ছবি নিয়ে নিজের সাইটে সেটা হোস্ট করে আপলোড করেন। যদিও এই ব্যাপারে আমাজন ক্লিয়ার করে কিছু বলে নাই, তবে অনেক এফিলিয়েট মার্কেটাররা এই কারনে ব্যানড হয়েছেন বলে শোনা যায়। এছাড়াও আমাজন সাপোর্টে একবার একজন এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন, আমাজন থেকে বলা হয়েছিল এটা করা যাবেনা।

৩। আপনি যদি আমাজনের লিংকে কোনো ধরনের Link Shortening (ex bitly, adfly) অথবা link cloaking ব্যবহার করেন।

৪। আপনি নিজে যদি আমাজনের লিংক ব্যবহার করে কিছু কিনেন অথবা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের বলেন আপনার এফিলিয়েট লিংক দিয়ে আমাজনে ঢুকে কিছু কিনতে তাহলে আমাজন অবশ্যই আপনাকে ব্যান করবে।

৫। আপনার সাইটে যেখানে যেখানে এফিলিয়েট লিংক দিয়েছেন সেখানে বলে রাখতে হবে যে এটা আমাজনের এফিলিয়েট লিংক, এটা থেকে কেউ কিছু কিনলে আপনি টাকা পাবেন। আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করে এটা সাইডবারে লিখে রাখতে যাতে সব পেজ থেকে এই এফিলিয়েট ডিসক্লোসারটা দেখা যায়।

amazon affiliate guideline

৬। আপনি যদি লিংকের এংকর টেক্সটে আমাজনের নাম ব্যবহার করেন। যদিও আমাজনের টার্মস এন্ড কন্ডিশনে এই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা নাই, তবে অনেক এফিলিয়েট মার্কেটারই স্বীকার করেছেন যে এই কারনে আমাজন থেকে ব্যানড হয়েছেন তিনি। লিংকে আমাজনের নাম ব্যবহার করলে ট্রেডমার্ক নিয়ে ঝামেলা হয়, তাই এমন না করাই ভালো।

৭। যদি আপনার কন্টেন্টে আপনি আমাজনের কাস্টমার রিভিউ, রিভিউ স্টার ইত্যাদি হুবুহু ব্যবহার করেন তাহলে ব্যানড হবার সম্ভাবনা অনেক বেশি। কখনোই আমাজন থেকে হুবুহু কোনো কিছু নিয়ে আপনার সাইটে ব্যবহার করা যাবেনা।

৮। আপনি যদি নিজেকে আমাজন অথবা আমাজন এর নিজস্ব কেউ হিসেবে রিপ্রেজেন্ট করেন।

৯। আপনি ইমেইলে এফিলিয়েট লিংক ব্যবহার করলে।

১০। PDF বা eBook এ এফিলিয়েট লিংক ব্যবহার করলে

১১। যদি আপনার সাইটের কন্টেন্ট বাচ্চাদের (১৩ বছরের নিচে যাদের বয়স) জন্য হয়, তাহলে সেখানে এফিলিয়েট লিংক দিলে

১২। কোনো ধরনের স্টার রেটিং ব্যবহার করলে (ছবি হিসেবে অথবা সেন্টেন্সে লিখে)

১৩। আমাজনের সাইটে প্রডাক্ট এর প্রাইস যদি আপনি আপনার সাইটে মেনশন করেন

১৪। আপনার সাইটে কোনো Pop Up থাকলে সেখানে যদি এফিলিয়েট লিংক ব্যবহার করেন তাহলে সমস্যা হতে পারে

১৫। আপনার সাইটে এমন কোনো মেকানিজম যদি থাকে, যাতে এফিলিয়েট লিংকে ক্লিক না করলেও আমাজনের সাইট আলাদা ট্যাবে ওপেন হয়।

১৬। কোনো ধরনের অটোমেটেড সফটওয়্যার বা রোবোট ব্যবহার করে আপনি ক্লিক জেনারেট করলে

১৭। আপনার লিংক ব্যবহার করার কারণে আপনি যদি মানুষদের কোনো ধরনের আলাদা সুবিধা (bribe, incentive etc) দেন তাহলে

১৮। আপনি যদি আমাজনে Written Certification জমা না দেন যেখানে বলা হয়েছে আপনি তাদের সব টার্মস এন্ড কন্ডিশন মেনে চলবেন।

১৯। আপনার সাইট যদি ভায়োলেন্ট অথবা সেক্সুয়ালি এক্সপ্লিসিট হয়

২০। আপনি যদি পারমিশন ছাড়া কোনো কোম্পানির ট্রেডমার্ক ব্যবহার করেন তাহলে

২১। আপনি এফিলিয়েট লিংকে কোনো ভাইরাস দিলে

Similar Posts