how to write engaging headlins writers motion

কিভাবে একটি ব্লগ পোস্ট লিখতে হয় (পার্ট ১): আকর্ষনীয় হেডলাইন লেখা

একটা ব্লগ পোস্ট লেখার আগে সবার আগেই আপনাকে একটা ভালো হেডলাইন ঠিক করে নিতে হবে। হেডলাইন আকর্ষনীয় না হলে, আপনার Click Through Rate (CTR) অনেক কমে যাবে, এতে র‍্যাঙ্কিং নেমে যাবে। অন্যদিকে, আপনার ব্লগ পোস্ট এর হেডলাইন যদি সুন্দর হয়, তাহলে সার্চ রেজাল্টে আপনার ব্লগ পোস্টে বেশি মানুষ ক্লিক করবে, এতে আপনার সাইটের র‍্যাঙ্কিং দ্রুত বাড়বে। তাই, কিভাবে একটা ভালো হেডলাইন লিখতে হয় সেটা জানা অনেক গুরুত্বপূর্ণ।

নিচের টিপস গুলো একটা ভালো হেডলাইন লিখতে আপনাকে সাহায্য করবেঃ

১। একটা ভালো টপিক ঠিক করুনঃ

সবার প্রথমে আপনাকে একটা ভালো টপিক ঠিক করতে হবে, যেটা নিয়ে আপনি আর্টিকেল লিখবেন। আপনার ব্লগ পোস্টের হেডলাইন সেই অনুযায়ী লেখা লাগবে। খেয়াল রাখবেন ভিজিটর যেনো হেডলাইন দেখে সহজে বুঝতে পারে সে যা জানতে চাচ্ছে সেটার উত্তর এই ব্লগ পোস্টে আছে।

হেডলাইন আকর্ষনীয় হওয়া জরুরী, কিন্তু তার মানে এই না আপনি যা ইচ্ছা তা লিখবেন হেডলাইনে। এমন কিছু লিখবেন না যেটা ভিজিটরদের ভুল বা মিথা আশ্বাস দেয়। ভিজিটররা ব্লগ পোস্টটা পড়ে কি জানতে পারবে সেই ব্যাপারটাই হেডলাইনে তুলে ধরুন।

২। অন্যদের স্টাইল ফলো করুনঃ

যেহেতু আপনি এই আর্টিকেলটি পড়ছেন, আমি ধরে নিচ্ছি ব্লগিং এর ক্ষেত্রে আপনি একদম নতুন। তাই, যতদিননা আপনি আরেকটু পাকা পোক্ত হচ্ছেন এই ফিল্ডে, আপনি বড়ো বড়ো ব্লগারদের হেডলাইন লেখার স্টাইল ফলো করতে পারেন। আমি বলছি না অন্যদের হেডলাইন চুরি করতে, আমি বলছি তাদের হেডলাইন থেকে আইডিয়া নিতে, ইন্সপায়ারড হতে। এতে আপনার ব্লগ পোস্ট এর হেডলাইনগুলোও আস্তে আস্তে প্রফেশনাল ব্লগারদের মতো হয়ে যাবে।

৩। পুরো আর্টিকেলের সারাংশঃ

আপনার ব্লগ পোস্টের হেডলাইনটা এমন হতে হবে যেনো তা পুরো আর্টিকেলের সারাংশ তুলে ধরে। আপনার ভিজিটররা যেনো হেডলাইনটা পড়েই বুঝতে পারে আর্টিকেলটা থেকে সে কি কি জানতে পারবে। যেমন আমার এই আর্টিকেলটার হেডলাইনই ধরুন। আপনি হেডলাইনটা থেকে সহজে বুঝতে পারছেন, এই আর্টিকেলটা কিভাবে ব্লগ পোস্ট লিখতে হয় সে ব্যাপারে আলোচনা করেছে। আপনি এটাও বুঝতে পেরেছেন যে, এই আর্টিকেলটা ভালো ব্লগ পোস্ট কিভাবে লিখতে হয় সেই সিরিজের প্রথম পার্ট আর এই পার্টে কিভাবে হেডলাইন লিখতে হয় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে।

৪। হেডলাইনটা যেন ভিজিটরদের মধ্যে পুরো ব্লগ পোস্ট পড়ার ইচ্ছা জাগায়ঃ

যখন হেডলাইন লিখবেন, তখন লক্ষ্য রাখবেন হেডলাইনটা যেন একটু টিজিং (Teasing) হয়। টিজিং বলতে আমি বুঝাচ্ছি, এমন যেন হয় যে ভিজিটররা হেডলাইনটা দেখেই ক্লিক করতে চাবে, আর্টিকেলে কি লেখা আছে সেটা পড়ার জন্য।

যেমন, আমি এখানে দুটা উদাহারণ দিচ্ছিঃ

How to write a blog post

How to write a blog post (10 Actionable Tips)

এই দুটা হেডলাইনের মধ্যে অবশ্যই নিচেরটা বেশি ভালো। এটা পড়লে ভিজিটররা জানতে পারবে আর্টিকেলটাইয় ব্লগ পোস্ট লেখার ১০টি টিপস আছে। টিপস গুলা জানতে ইচ্ছা করবে, তাই ভিজিটররা সেটা বেশি বেশি ক্লিক করবে প্রথম হেডলাইন টা থেকে।

৫। অপ্রয়োজনীয় শব্দ বাদ দিনঃ

হেডলাইনে কোনো অপ্রয়োজনীয় শব্দ রাখবেন না। এমনকি, কঠিন কোনো শব্দ ব্যবহার করবেন না। এমন সব শব্দ ব্যবহার করবেন যেগুলা সহজে পড়া এবং বুঝা যায়। নিজেকে ইংরেজির ওস্তাদ প্রমান করার কোনো দরকার নেই।

অনেক স্টাডি করে দেখা গেছে, কিছু কিছু শব্দ হেডলাইনে রাখলে আর্টিকেলের CTR (Click Through Rate) অনেক বেড়ে যায়। এমন কিছু শব্দ হলোঃ

  • Profit
  • More
  • Bonus
  • Health
  • New
  • Safety
  • Money
  • Now
  • Today
  • Results
  • Anniversary
  • Plus!
  • Challenge
  • Bargain

এছাড়াও Brian deans, Backlinko এর মতে, নিচের কাজগুলো হেডলাইনকে অনেক আকর্ষনীয় করে আর CTR বাড়িয়ে দেয়ঃ

  • হেডলাইনে ব্র্যাকেটের ভেতর কিছু লিখলে। যেমনঃ How to get backlinks quickly (10 Actionable Tips)
  • হেডলাইনে নাম্বার ব্যবহার করলে। যেমনঃ 5 Ideas to start a business (Ripe For The Taking)

তো এই হলো আমার আকর্ষনীয় হেডলাইন লেখার ৫ টি টিপস। যদি আপনি পোস্টটা পড়ে নতুন কিছু জেনে থাকেন, তাহলে শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না!

Writers Motion থেকে আর্টিকেল অর্ডার করতে এখানে ক্লিক করুন।

 

Similar Posts

2 Comments

  1. Awesome আর্টিকেলটা পড়ে খুব ভাল লাগল আর অনেক কিছু শিখতে পারলাম, ধন্যবাদ।

Comments are closed.