Amalinks Pro দিয়ে কি কি করা যায়?

Amalinks Pro একটি জনপ্রিয় প্লাগইন। যদি আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন তাহলে এই Amalink Pro দিয়ে নিশ্চিন্তে আপনার জীবনটা সহজ করে ফেলতে পারবেন। 

এজন্য প্রথমে আপনাকে Amalinks Pro ইন্সটল করতে হবে। ইন্সটল করার পর—

  • সেটিংসে যান। 
  • Amazon এর API Key দিতে হবে৷ যা Amazon Afiiliate এর সেটিংসে পেয়ে যাবেন। 
  • এগুলো দেয়ার পরে Amalinks Pro ব্যবহারের জন্য প্রস্তুত হবে।

Amalinks Pro আপনাকে কি কি উপায়ে হেল্প করবে সেটা দেখার জন্য আপনার একটা পোস্ট সিলেক্ট করতে হবে। 

Amalinks Pro এর আলাদা আলাদা ব্লক দেয়া থাকবে। যেখানে দু’টো অপশন থাকে। 

  1. No API 
  2. API

No API হলো, যদি আপনার কাছে আমাজনের API Secret Key টা না থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু, যদি আপনার API থাকে তাহলে API এর অপশনটা ব্যবহার করবেন।  এতে সুবিধা হবে— আপনার ট্রাকিং আইডি গুলো অটোমেটিক Embed করা থাকবে।

Interested in more about Blogging? Here's an article you might find helpful. ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা প্রতিটি ব্লগারের ফলো করা উচিত! 

Comparison Table:

প্রথমে Comparison Table তৈরী করা যাক। এজন্য প্রথমে Open Table Builder অপশনে যেতে হবে। 

  • Add Table এ ক্লিক করুন।
  • Table এর নাম/টাইটেল দিন। 
  • Save Table and  Continue  তে ক্লিক করুন। 

মোটামুটি আপনার টেবিল রেডি। এরপরে—

  • Plus এ ক্লিক করুন। 
  • এরপর কী-ওয়ার্ড সিলেক্ট করার অপশন আসবে।কী-ওয়ার্ড সিলেক্ট করে সার্চ করুন। 
  • অ্যামাজনে টপ পজিশনে থাকা অনেক গুলো অপশন পেয়ে যাবেন। ইচ্ছানুযায়ী যে কয়টা খুশী, সিলেক্ট করতে পারবেন। 

সিলেক্ট করা প্রোডাক্ট গুলো টেবিলে বসে যাবে।  এরপরে ওয়ারেন্টি, ব্র্যান্ড ইত্যাদির জন্য এক্সট্রা কলাম, ইনফরমেশন যুক্ত করতে চাইলে টেবিলের বাম পাশে প্লাস চিহ্নিত অংশে ক্লিক করে যুক্ত করতে পারবেন। 

নতুন প্রোডাক্ট যুক্ত করতে পারবেন। এজন্য টেবিলের নিচের প্লাস বাটনে ক্লিক করে নতুন প্রোডাক্ট যুক্ত করতে হবে৷ 

এছাড়াও আপনি যদি চান যে টেবিলে এমন একটা অপশন থাকবে যেখানে ক্লিক করলে প্রোডাক্টটি সরাসরি আপনার Card এ এড হয়ে যাবে সেক্ষেত্রে আপনার Add to Card অপশনটি অন করতে হবে। 

সবকিছু করার পরে Save Table এ ক্লিক করলেই টেবিলটি সেভ হয়ে যাবে। প্রিভিউতে গিয়ে আপনার টেবিলটি দেখে নিতে পারবেন। 

Comparison টেবিলের টাইটেল গুলো বেশি বড় দিলে খুব একটা ভালো দেখায় না এক্ষেত্রে আপনি চাইলে আপনার টেবিলের টাইটেল গুলো পরিবর্তন করে ছোট করতে পারবেন। 

Amazon NO API Image:

টেবিল তৈরি করা বাদেও আপনি প্রোডাক্টের ছবি আনতে পারবেন এজন্য ক্লাস অপশনে গিয়ে প্রোডাক্ট ইমেজ বাটনে ক্লিক করলে একটা 200×200 সাইজের ছবির বক্স আসবে। আপনি চাইলে এখানে আপনার পছন্দের ছবি ব্যবহার করতে পারবেন। এজন্য—

  • Search Amazon এ যান।
  • আপনার নির্দিষ্ট প্রোডাক্টের নাম,  কী-ওয়ার্ড অথবা ASIN লিখে সার্চ করুন।
  • ASIN পাওয়ার জন্য, আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের নামটি লিখে গুগলে সার্চ করুন। Amazon থেকে ওই প্রোডাক্টের পোস্টের মধ্যে  ASIN টি পাবেন। পোস্টটা স্ক্রল করে নিচে গেলে প্রোডাক্ট ডিটেইলসে ASIN পেয়ে যাবেন। 
  • ASIN কোডটি কপি করে ব্যাকে গিয়ে সার্চ অ্যামাজন অপশনের সার্চবক্সে Paste করে দিন। 
  • স্পেসিফিক প্রোডাক্টটি চলে আসলে Choose অপশনে ক্লিক করুন। 
  • বিভিন্ন সাইজের অনেক গুলো ছবি আসবে। আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে সেভ করুন।
  • কাঙ্ক্ষিত ছবিটি পোস্টে বসে যাবে। 

এছাড়াও আপনি একই কলামে অনেক গুলো ছবিও দেখাতে পারবেন। 

Amazon Affiliate Text Link:

আপনি চাইলে Amazon এর টেক্সট লিংকও নিয়ে আসতে পারবেন।  এজন্য —

  • Amazon affiliate text link এ ক্লিক করুন।
  • Amazon Link Settings এ গিয়ে Link text অপশনে সার্চ করুন। 
  • যে রেজাল্ট আসবে সেখান থেকে পছন্দের রেজাল্টের চুজ অপশনে ক্লিক করুন।
  • অটোমেটিক লিংকটা চলে আসবে আপনার ট্র্যাকিং আইডি সহ। 
  • সেভ করে দিন। 

Amazon Affiliate CTA Button :

আপনি যদি এমন কোনো বাটন ব্যবহার করতে চান যেটাতে ক্লিক করলে ভিজিটর সরাসরি প্রোডাক্টের পেইজে চলে যাবে, তাহলেও নিজের পছন্দসই বাটন দিতে পারেন। এজন্য বাটন অপশনে ক্লিক করতে হবে। 

  • সার্চ অ্যামাজন অপশনে যান।
  • নির্দিষ্ট প্রোডাক্ট সার্চ করুন। 
  • পছন্দসই প্রোডাক্টটি চুজ করুন। 
  • পরের পেইজে Choose Button Type থেকে পছন্দের টাইপ সিলেক্ট করুন৷ 
  • অথবা কাস্টম অপশনে ক্লিক করে নিজের মত করে বাটন কাস্টমাইজ করে নিতে পারবেন। 
  • Alignment Choose করতে পারবেন। 
  • সবকিছু দিয়ে Insert Into Gutenberg অপশনে ক্লিক করুন।

Save  করে রিফ্রেশ দিলেই তৈরী হয়ে যাবে আপনার পছন্দের বাটনটি। বাটনের স্টাইলটা পরবর্তীতে সেটিংসে গিয়ে পরিবর্তন করতে পারবেন। এবার বাটনে ক্লিক করলেই ভিজিটর চলে যাবে প্রোডাক্ট পোস্টে এবং আপনার ট্র্যাকিং আইডিটাও অটোমেটিক Embed হয়ে থাকবে। 

Legacy Product Showcase:

যেকোনো একটা প্রোডাক্টকে হাইলাইট করতে চাইলে তা-ও পারবেন। এজন্য— প্রোডাক্ট সার্চ করে চুজ করুন। একটা প্রোডাক্ট ডিটেইলস বক্স আসবে। এখানে,

  • আপনি বক্সের ইনফরমেশন গুলো এডিট করতে পারবেন। 
  • প্রাইস শো করতে পারবেন, আবার হাইডও করতে পারবেন। 
  • নতুন ইনফরমেশন যুক্ত করতে পারবেন।  
  • একটা CTA বাটন থাকবে। 
  • প্রোডাক্টের ছবি থাকবে। 
  • Alignment Choose করতে পারবেন। 

সবকিছু করে Insert Into Gutenberg দিয়ে Save Draft দিয়ে রিফ্রেশ দিলে প্রোডাক্ট শোকেস বাটনটি চলে আসবে। আপনি চাইলে প্রত্যেকটা মানি আর্টিকেলের প্রোডাক্টের নিচে একটা প্রোডাক্ট শোকেস বাটন রাখতে পারেন। 

Explore more about Blogging with this related post. ব্লগ পাবলিশ করার জন্য বেস্ট সময় কখন! 

ওভারঅল, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জার্নিটা সহজ করতে এই প্লাগইনটা বেশ হেল্পফুল। 

Amalinks Pro এর দাম কত?

আপনার যদি একটা সাইট থাকে তাহলে মাসে 9 ডলার দিতে হবে। কিন্তু আপনি যদি চান, টাকা না দিয়েই প্লাগইনটা ব্যবহার করবেন— সেটাও করা যাবে। 

সেটা করার জন্য Writers Motion এর WordPress Service টি আপনাকে নিতে হবে। যেটা আসছে শীঘ্রই। সার্ভিসটি নিলে এই প্লাগইন সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স পেয়ে যাবেন ফ্রী-তেই! 

Similar Posts