আমার নতুন WordPress Management Service!

এখানে আপনাদের জন্য নিয়ে আসা হলো গরমাগরম WordPress Management Service!  এই WordPress Management Service এর একচুয়াল নাম হলো— Smart Niche Site। 

এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে https://smartnichesite.com/ ওয়েবসাইটটিতে যেতে হবে। সেখানে বিস্তারিত পেয়ে যাবেন। 

আসলে এই সার্ভিসটা কেন? কাদের জন্য?  কেমন সার্ভিস ? কী কী থাকবে এই সার্ভিসে? কত খরচ পড়বে? ইত্যাদি বিষয়াদি জানতে চাইলে এই আর্টিকেলটি আপনার জন্য।  

সার্ভিসটিতে যা পাচ্ছেন—

সার্ভিসটা আপনারা  দু’টো প্যাকেজে পাচ্ছেন। 

  1. Launchpad
  2. Monthly Care+

প্রথমত; Launchpad:

এটি হচ্ছে এমন মানুষজনদের জন্য যারা একদমই জানেনা — ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, কিভাবে হোস্টিং কিনতে হয়, কিভাবে ডোমেইন কিনতে হয়, কিভাবে দু’টো কানেক্ট করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে টেকিনক্যালি সাইট দাঁড় করাতে হবে ইত্যাদি। 

অর্থাৎ একদম আদ্যোপান্ত না জানা সত্ত্বেও চাচ্ছেন একটা ওয়েবসাইট বানাতে, ব্লগিং করতে, সেখান থেকে একটা ইনকাম করতে— তাদের জন্য এই Launchpad প্যাকেজটি!

এই প্যাকেজটিতে আপনাকে একটা ফুল সাইট একদম রেডি করে বানিয়ে দেয়া হবে। যেটাতে থাকবে প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইন! 

অর্থাৎ, এই প্যাকেজটা যারা নেবেন তারা অনেক গুলো প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইনেট এক্সেস পাবেন। কি কি থিম এবং প্লাগইন পাবেন, সেটা জানতে হলে আরেকটু আগাতে হবে। 

দ্বিতীয়ত; Monthly Care+ :

এটি হলো একটি মাসিক প্যাকেজ। আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনাদের একটা ওয়েবসাইটও আছে — কিন্তু জানেন না কিভাবে আপনার সাইটটাকে SEO এর দিক থেকে প্রোপার অপটিমাইজ করতে হয়, তাদের জন্যই এই প্যাকেজটি।

এই প্যাকেজটিতে— 

  • আপনি মান্থলি যতগুলো আর্টিকেল পাবলিশ করতে চান সেই আর্টিকেলের ডক ফাইলগুলো আমাদের দিলে আর্টিকেলগুলো প্রত্যেকটা ভালোভাবে SEO অপটিমাইজ করে তারপরে পোস্ট করা হবে। 
  • প্রতিটা আর্টিকেলে প্রিমিয়াম ছবি যুক্ত করা হবে। 
  • Relevant Youtube Video Embed করা হবে। 
  • এছাড়াও- প্রপারলি ইন্টার্নাল লিঙ্ক করা সহ যা যা করা দরকার সব করে দেয়া হবে। 

এভাবে প্রতি মাসে আপনার সবগুলো আর্টিকেল এমনভাবে পাবলিশ করে দেয়া হবে — যাতে টেকনিক্যাল কোন সমস্যা থাকবে না এবং আর্টিকেল গুলো প্রপার SEO অপটিমাইজড থাকবে। 

এই প্যাকেজটি মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে নিতে পারবেন। অর্থাৎ, প্যাকেজটি নিলে প্রতি মাসে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ করা হবে। 

যেসব Premium Theme ও Premium Plug-in থাকছে—

প্যাকেজটি নিলে যেসব প্রিমিয়াম থিম ও প্লাগইনের এক্সেস পাবেন সেগুলোর ডিটেইলস জানতে হলে smartnichesite.com সাইটে গিয়ে প্লাগইন ও থিম অপশনে যেতে হবে। কাঙ্ক্ষিত ডিটেইলস সব পেয়ে যাবেন। 

যেসব সাইট বানানো হয়েছে —

এই প্যাকেজের মাধ্যমে যেসব সাইট বানানো হয়েছে সেগুলোও দেখে নিতে পারেন উদাহরণ হিসেবে। সাইট গুলো কিভাবে বানিয়ে দেয়া হয় তার পুরো একটা ধারণা পেয়ে যাবেন। এই সাইট গুলো ও https://smartnichesite.com/ এ গেলে দেখতে পাবেন। 

Package Details :

  1. Launchpad:

খরচ: 

এই প্যাকেজটির এর একটা ওয়ান টাইম ফি রয়েছে।  এতে খরচ পড়বে $500।  বাংলাদেশে থাকলে USD এর এক্সেস না থাকলে— ফি’টা টাকাতেও দিতে পারবেন৷ এতে আপনার খরচ পড়বে 50,000 টাকা। 

যা দিচ্ছি:

  • আপনাকে একটি প্রিমিয়াম ওয়েবসাইট বানিয়ে দেয়া হবে। যাতে প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইন থাকবে।৷ 

Premium Theme এর মধ্যে রয়েছে — 

  1. Acabado:  বেশ ভালো একটি থিম! 
  1. Popcorn: এটি একটি নতুন থিম। খুবই জনপ্রিয়। বেশ ফার্স্ট একটি থিম। 
  1. Kadence: এটাও বেশ ফার্স্ট এবং এর লেআউট অপশন অনেক এবং অনেক! 
  1. Elementor : এটাও ব্যবহার করতে পারেন। তবে যথাসম্ভব এই থিমটি এড়িয়ে চলাই ভালো।  কারণ Elementor সাইটকে হেভী করে তোলে। তেমন ভালো স্পিড থাকে না। 

এই থিম গুলো সাইটে ব্যবহার করলে সাইটটা দেখতে কেমন লাগে, সেটার এক্সাম্পল দেখতে পারেন https://smartnichesite.com/ ওয়েবসাইটে! 

Premium Plug-in এর মধ্যে আছে—

  1. BetterLinks
  2. Linksy
  3. Kadence WP Blocks Pro
  4. Elementor
  5. EWWW Image Optimizer
  6. Yoast
  7. Rank Math Pro
  8. WP Rocket 
  9. Wordfence
  10. Updraftplus Premium 
  11. AmaLinks Pro 
  • উল্লেখিত Theme এবং Plug-in  গুলোর লাইফটাইম এক্সেস পাবেন। 
  • একটি লোগো ডিজাইন করে দেয়া হবে। 

( লোগোটি ডিজাইন করা হবে Canva দিয়ে। খুব প্রিমিয়াম না হলেও, একটা লোগো আপনাকে দেয়া হবে।) 

  • আপনার সাইটের সাথে Google Analytics, Google Search Console সহ সবকিছু Integrate করে দেয়া হবে। 

এই কাজ গুলো অনেকে অনেক ভাবে করে থাকে। অধিকাংশ সময়ই এগুলো প্লাগইনের মাধ্যমে করা হয়। কিন্তু সাইটে যত প্লাগইন ব্যবহার করা হয়, সাইট তত ভারী হয়। 

এজন্য বেস্ট ওয়ে হচ্ছে, Google Tag Manager ব্যবহার করা। পদ্ধতিটা একটু টেকনিক্যাল, তবে আপনাকে এই প্যাকেজের ভেতরেই এই সুবিধাটা দেয়া হবে।

  • Koala AI Writing Tool দিয়ে 10,000 Word প্রডিউস করে দেয়া হবে। এই AI Tool টি বেশ প্রিমিয়াম এবং জনপ্রিয়। 
  • Updraftplus প্লাগইন দিয়ে আপনার ওয়েবসাইটের ডেইলি প্রিমিয়াম ব্যাকআপ দেয়া হবে। যাতে কোনো সমস্যা না হয়। 
  • Affiliate link management এর জন্য একটি প্লাগইন দেয়া হবে।  যার নাম— Betterlinks Pro।  এটার মাধ্যমে আপনার যত অ্যাফিলিয়েট লিংক আছে সবগুলো ঠিক ভাবে ম্যানেজ করতে পারবেন। 
  • Linksy নামক AI Internal link tool দিয়ে প্রোপার ইন্টারনাল লিংক করে দেয়া হবে। 
  • Kadence Blocks Pro / Elementor Pro ইম্সটল করে দেয়া হবে। এগুলো দিয়ে আপনার পোস্ট গুলো সুন্দর করে ডিজাইন করতে পারবেন। 
  • EWWW Image Optimizer ইন্সটল করে দেয়া হবে। 
  • Yoast SEO Premium / Rank Math Pro এর যেকোনো একটা অথবা দু’টো SEO plugin ই নিতে পারবেন। 
  • Wordfence Premium ইন্সটল করে দেয়া হবে, যাতে আপনার সাইটটা সিকিউর থাকে যেকোনো হ্যাকারের বিরুদ্ধে! 
  • WP Rocket ইন্সটল করে দেয়া হবে, যাতে আপনার সাইটের প্রোপার স্পিড থাকে৷ 
  • Rankie Tracker  নামক একটি প্লাগইন দেয়া হবে। যেটার মাধ্যমে আপনার আর্টিকেলের কী-ওয়ার্ড গুলোর র‌্যাংক ট্র্যাক করা যাবে। 
  • Amazon Affiliate Marketing এর জন্য বিখ্যাত প্লাগইন AmaLinks Pro ইন্সটল করে দেয়া হবে।
  • Zoom অথবা Google Meet এ একটা ফ্রী কনসাল্টেশন পাবেন। যেখানে আপনার ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলতে পারবেন। আপনার ওয়েবসাইটে কী কী করা উচিত, কোনটা বাদ দেয়া উচিত,  কোন ডিরেকশনে আগাতে হবে ইত্যাদি। 
  • তিনমাসের টেকনিক্যাল সাপোর্ট দেয়া হবে। ওয়েবাসাইট বানিয়ে নেয়ার পরবর্তী তিনমাসের মধ্যে ওয়েবসাইটে কোনো সমস্যা হলে, এই প্যাকেজের আন্ডারে ফ্রীতে আপনার সমস্যাটি দেখা হবে এবং সলভ করে দেয়া হবে। 

এছাড়াও — এই প্যাকেজটি নিলে আপনি একটা Upsell পাবেন। অর্থাৎ, প্যাকেজটি নিলে ২০% ডিকাউন্টে 10,000 ওয়ার্ডের কন্টেন্ট লিখিয়ে নিতে পারবেন Writers Motion থেকে! 

সাধারণত, 10,000 word এর কন্টেন্ট নিলে খরচ পড়বে 13,500 টাকা। কিন্তু এই প্যাকেজটি নিলে এই খরচ কমে আসবে 12,000 টাকায়। 

2. Monthly Care+ :

খরচ: 

মান্থলি প্যাকেজের জন্য আপনার খরচ পড়বে $100 / m / site। 

অর্থাৎ, প্রতি মাসে একটা সাইটের জন্য $100 চার্জ করা হবে৷ 

যা দিচ্ছি— 

  • প্রত্যেকটা আর্টিকেল প্রোপার অপটিমাইজ করে পাবলিশ করা হবে। 
  • প্রোপার ফরমেটে, প্রিমিয়াম ছবি ব্যবহার করা হবে। 
  • প্রত্যেকটা পোস্ট কনভারসনের জন্য অপটিমাইজ করা হবে।

অর্থাৎ,  যদি আপনার কোনো প্রোডাক্ট রিভিউ পোস্ট থাকে তাহলে সেটা যেন মানুষ বেশি ক্লিক করে, কনভারসন রেট হাই থাকে এজন্য যা করা দরকার সব করে দেয়া হবে।

  • প্রত্যেকটা পোস্টে Relevant Youtube Video Embed করা থাকবে৷ 
  • Monthly Ahrefs site Audit Report পাবেন। 
  • UpdraftPlus এর ফ্রী ভার্সনটি ইনস্টল করে দেয়া হবে। এখানে আপনি মান্থলি ব্যাকআপ পাবেন। 
  • Linksy ইন্সটল করে দেয়া হবে, যাতে প্রোপারলি ইন্টারনাল লিংক করা যাবে। 

আপনার মান্থলি আর্টিকেল যে কয়টাই হোক না কেন, এই প্যাকেজ নিলে উপরোক্ত সার্ভিস গুলো সব পোস্টের বেলায়ই পাবেন। 

বিশেষ দ্রষ্টব্য :

একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে— Launchpad প্যাকেজটি নিলে যে Premium Theme এবং Premium Plugin গুলো পাওয়া যাবে, তা কিন্তু Monthly Care+ প্যাকেজটিতে উল্লেখ নেই। 

এক্ষেত্রে, আপনি যদি Monthly Care+ প্যাকেজটি একসাথে পাঁচ মাসের সাবস্ক্রিপশন নেন, 

  • তাহলে launchpad প্যাকেজের Premium Theme এবং plug-in ও পেয়ে যাবেন। 
  • প্রতি মাসে 5,000 ওয়ার্ড ফ্রী তে দেয়া হবে। যেটা Koala AI Tool দিয়ে প্রডিউস করে দেয়া হবে।
  • একটা ফ্রী কনসালটেশন পাবেন, launchpad এর মতই!

সার্ভিসটি নিতে চাইলে— https://smartnichesite.com/ এ গিয়ে,

  • প্যাকেজের নিচে Get Quote বাটনে ক্লিক করুন।
  • আপনার নাম, ইমেইল সবকিছু দিন। 
  • কোন প্যাকেজটি নিতে চান সেটা সিলেক্ট করুন। 

এক্ষেত্রে Launchpad অথবা Monthly Care+ এর যেকোনো একটি সিলেক্ট করতে পারবেন।  যদি Monthly Care+ প্যাকেজটি নেন তাহলে — একমাসের জন্য, পাঁচ মাসের জন্য এবং বারো মাসের জন্য ও নিতে পারবেন। 

যদি পাঁচ মাসের জন্য নেন, তাহলে প্রিমিয়াম থিম এবং প্লাগইন দেয়া হবে, এক্সট্রা। আর বারো মাসের জন্য নিলে — প্রিমিয়াম থিম, প্লাগইন তো পাবেনই, সাথে ১০% ডিসকাউন্ট ও দেয়া হবে। 

সব ইনফরমেশন দেয়ার পরে সাবমিট করলে আপনার সাথে প্যাকেজটি নিয়ে আগানো হবে।  সার্ভিস নিতে এখনই ভিজিট করে ফেলুন https://smartnichesite.com/

Similar Posts